• ঢাকা
  • সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জের আদমজি ক্রাউন সিমেন্ট কারখানায় যুবক পিটিয়ে হত্যা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম;
সিদ্দিরগঞ্জের আদমজি, ক্রাউন সিমেন্ট কারখানায়, যুবক পিটিয়ে হত্যা
সিদ্দিরগঞ্জের আদমজি, ক্রাউন সিমেন্ট কারখানায়, যুবক পিটিয়ে হত্যা

‎ডে-নাইট নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীর নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে 
‎সাজ্জাদ হোসেন আটক রেখে মিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তথ্য সূত্রে জানা যায় ঐ এলাকায়  একটি রেডিমিক্স সিমেন্ট কারখানার গাড়িতে ঢিল মারায় তাকে  আটকে রাখে এবং  পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নারাগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহিনুর আলম এর সাথে কথা হলে তিনি বলেন,  ৭ সেপ্টেম্বর শনিবার  সকালে আদমজী এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরেই তার মৃত্যু হয়।
‎.


‎স্থানীয় সূত্র মতে জানা যায়, নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন। ৩০ বছর বয়সী যুবক আদমজীর নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে।  সাজ্জাদ “মানসিক ভারসাম্যহীন” ছিলেন এবং  সে প্রায় সময় রাতের বেলা রাস্তায় ঘুরে বেড়াতেন সাজ্জাদ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি “ গাড়িতে ঢিল মারার জন‍্য সাজ্জাদ কে রাতেই  ড্রাইভার, হেলপার, রাতের শিফটের কারখানায় কর্মরত লোকজন ধরে কারখানার ভেতর নিয়ে আসে এবং সবাই  তার উপর  শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর পর ই সকাল সাড়ে ছয়টার দিকে সে মারা যায়।” এবং পরবর্তীতে সিমেন্ট কারখানার লোকজনই সকালে সাজ্জাদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন  এই পুলিশ কর্মকর্তা। তথ‍্য সূত্রে জানা যায়, এ ঘটনায়  কারখানাটির অন্তত ১০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। .

 .


‎অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, এটি একটি হত্যাকান্ড  “ছিনতাইয়ের কোনো বিষয় আমরা পাইনি। আমরা সেভাবেই তদন্ত করছি। ভিক্টিম পরিবার মামলা করলে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

‎নিহত সাজ্জাদের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জরিত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।. .

ডে-নাইট-নিউজ / ‎সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ