
সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে নিয়মিত চলছে মাদক অভিযান। এরই ধারাবাহিকতায় রবিবার ( ৫ অক্টোবর ) রাতে আদমজী বিহারী ক্যাম্প, আরামবাগ ও কদমতলী এলাকা থেকে সিদ্দিরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। .
গ্রেপ্তারকৃতরা হলো মাদক ব্যবসায়ীরা হলৌ মাসুদুর রহমান তপন (৩২), নাসির ওরফে কালু (৩৫), ওলিল চৌকিদার (২৬) এবং ইমরান হোসেন ( ২৯ )
ডে নাইট নিউজের সাথে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর কথা হলে সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন সিদ্দিরগঞ্জ থানাটি শিল্পনগরী হওয়াতে বিভিন্ন জেলার মানুষের বসবাস এখানে। সেই কারণে মাদকের প্রবণতাও বেশি। তবে আপনারা গণমাধ্যমকর্মী ইতিমধ্যে দেখছেন আমরা সিদ্দিরগঞ্জ থানা পুলিশ প্রতিনিয়ত সর্বোচ্চ চেষ্টা করছি মাদক বিরোধী অভিযানে মাদক নির্মূল করার। সেই ধারাবাহিকতায় যে চার জন কে মাদক সহ গ্রেফতার করা হয়েছে। তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: