সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামী গ্রেফতার
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৬ পিএম;
সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার রাকিব হাসান: টাঙ্গাইলে সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শিহাবকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহাম্মেদ এর পরিচালনায় একটি অভিযানিক টিম বুধবার (২৫ জুন) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি করটিয়ার কিশোর গ্যাং লিডার শিহাব গ্রুপের প্রধান শিহাব (২৪) কে গ্রেফতার করে।.
উল্লেখ্য, গত ৩ মে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খাকজানা গ্রামের ৬ বছরের শিশু ধর্ষণের সাংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর করটিয়ার কিশোর গ্যাং এর লিডার শিহাবের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী মিলে হামলা চালায়। পরে টাঙ্গাইল সদর থানায় কিশোর গ্যাং লিডার শিহাবসহ ৫ জন ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এসব ঘটনা নিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দাবী উঠে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির। এ নিয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এদিকে, পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় টাঙ্গাইল সদর থানা এই কিশোর গ্যাং লিডার শিহাব (২৪) কে গ্রেফতার করায় কিছুটা স্বস্থি ফিরে পেয়েছে এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, এই আসামিকে রিমান্ডে নিলে, কেন সাংবাদিকের উপর হামলা করেছিল এর পিছনে কারা রয়েছে তার সত্যতা বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে কিশোর গ্যাং যারা পরিচালনা করছে তাদের নামের সাথে সেই সব গডফাদারদের নাম।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলাকারী এক নাম্বার আসামি শিহাব (২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
.
ডে-নাইট-নিউজ /
অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: