
সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : গেল শনিবার (০৫ জুলাই) ২০২৫ ইং বিকাল সাড়ে ৫টায় ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোট এর উদ্যোগে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা, ভিসতা-অক্স প্রেজেন্টস্ শেরেবাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে স্বর্ণশিল্পে বিশেষ অবদানের জন্য বাবু কে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. বোরহান উদ্দিন, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, চীফ প্রসিকিউটর, বর্ডার গার্ড বাংলাদেশ (এডিশনাল এটর্নি জেনারেল), সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন এর উপদেষ্টা। দেশের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. হামিদা খানম ও বরেণ্য কবি ও কথাসাহিত্যিক হাসনাইন সাজ্জাদীকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করে কেএসপি সাংস্কৃতিক জোট। উদ্বোধকের আসন অলংকৃত করেছে ফেরদৌস আরা, একুশে পদক বিজয়ী বরেণ্য সংগীত শিল্পী। প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করেছেন কবি শাহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান) আমেরিকায় পাবলিক কনটেস্ট এ নির্বাচিত মিউনিসিপ্যাল মেজরিটি ইন্সপেক্টর অব ইলেকশন (২০০৫-২০০৯).
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ সালাহ উদ্দিন খান পিপিএম, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি, মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা, মোঃ মতিয়ার রহমান সরকার, সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি, সাবেক সভাপতি, সলঙ্গা থানা বিএনপি, সিরাজগঞ্জ, কবি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা, মহাসচিব,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব), আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, কেন্দ্রীয় কমিটি, সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ, সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), লায়ন আনোয়ারা বেগম নিপা, চেয়ারম্যান, ওমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ মনোয়ার হোসেন জীবন, সভাপতি, চেতনায় বাংলাদেশ, যুগ্ম আহবায়ক, আদাবর থানা বিএনপি।.
.
সভাপতিত্বে ছিলেন প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি। সঞ্চালনা করবেন মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক ও উপস্থাপক, সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। এছাড়া দেশের চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মডেলিং, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণী ব্যক্তিত্বদেরকে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখ্য সাংবাদিকতা ও অভিনেতা হিসেবে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ভূষিত হন সানোয়ার খান।.
.
বাবু উক্ত অ্যাওয়ার্ড পেয়ে কেএসপি সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল সদস্য সহ, নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ ও এজাহিকাফ এর মহাসচিব সালাম মাহমুদ এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: