• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সামাজিক কাজের পাশাপাশি জীবন বাঁচাতেও ছুটছেন ‘আমরা করব জয়’ এর সদস্যরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:২৫ পিএম;
সামাজিক কাজের পাশাপাশি জীবন বাঁচাতেও ছুটছেন ‘আমরা করব জয়’ এর সদস্যরা
সামাজিক কাজের পাশাপাশি জীবন বাঁচাতেও ছুটছেন ‘আমরা করব জয়’ এর সদস্যরা

বেশ আলোচিত সংগঠন ‘আমরা করব জয়’। সামাজিক বিভিন্ন কর্মকা-ে ইতোমধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে আইডল সংগঠন হিসেবে স্থান করে নিয়েছে। ব্যতিক্রম তাদের কর্মকা-গুলো মানুষের মনে ধরছে। প্রথম প্রথম সংগঠনটিকে নিয়ে অনেকে হাসি-ঠাট্টা করলেও সংগঠনটির কার্যক্রম এখন সবার চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়েছে। প্রমাণ করেছে আমরা পারি। ভাবনা থেকেই হয় ভালো কাজ। বর্তমানে সামাজিক কর্মকা-ের পাশাপাশি মানুষের জীবন বাঁচাতেও ছুটে যাচ্ছেন ‘আমরা করব জয়’ সংগঠনটির সদস্য-সদস্যারা।.

সংগঠনটির অঙ্গ সংগঠন হিসেবে গড়ে তুলেছেন ‘রক্ত দেবো’ নামক একটি ব্লাড ব্যাংক। আমার রক্তে বাঁচবে প্রাণ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রোগীর স্বজনদের ফোনে সদস্যরা ছুটছেন রক্ত দিতে।
গতকাল বৃহস্পতিবার রক্তশূন্যতায় ভোগা ইসরাত জাহান নামের এক তরুণীকে রক্ত দান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ।  .

ইতোপূর্বে মিনহাজ উদ্দিন স্বজল, মৌসুফ পারভেজ ও আব্দুুর রহিমসহ বেশকিছু সদস্য রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা গড়ে তুলেছেন। তখন থেকেই রক্তের প্রয়োজন পড়লে সকলে প্রথমে ‘আমরা করব জয়’ সংগঠনটিকে স্মরণ করেন। .

 সংগঠনটির সদস্য সোহেল রানা ও হায়দার আলী বলেন, আমাদের মূল লক্ষ্যই মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময়ের সমাজের স্বার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। আর সামাজিক কর্মকা-ের পাশাপাশি ‘রক্ত দেবো’ ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত দান করছি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। যখনি ডাক পড়বে আমরা রক্ত দিতে ছুটে যাবো। .

ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স বলেন, ‘আমরা করব জয়’ সংগঠনটি সূচনালগ্ন থেকেই সামাজিক কর্মকা-ে বেশ আলোচিত। তাদের ব্যতিক্রম কার্যক্রমগুলো অন্যান্য সংগঠন অনুসরণ করছে। সংগঠনটি যেভাবে এগিয়ে যাচ্ছে একসময় পুরো দেশে দৃষ্টান্তস্থাপন করবে।.

ফুলবাড়ী পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, শুরু থেকেই ‘আমরা করব জয়’ সংগঠনের ব্যতিক্রম সব উদ্যোগ দেখছি। তাদের চিন্তা-ভাবনা ও কার্যক্রম সমাজের উন্নতিতে ভূমিকা রাখবে। 
ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, করোনাকালেও ‘আমরা করব জয়’ এর সদস্য-সদস্যরা নিজেদের কথা না মানুষকে সচেতন করেছে। মাস্ক বিতরণ করেছে। তাদের চিন্তাধারা ব্যতিক্রম। তারা একসময় আলোড়ন সৃষ্টি করবে তাদের কার্যক্রমের মধ্যদিয়ে। আমি তাদের উন্নতি ও মঙ্গল কামনা করি। আশা করি ভালো কাজের সাথেই তারা এড়িয়ে যাবে বহুদূর। 
 . .

ডে-নাইট-নিউজ / ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ