লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির রামরাজত্বে অতিষ্ঠ অন্যান্য বালু ব্যবসায়ী ও চররমনীমোহন এলাকাবাসী। ২০২৪ সালের ৫ আগষ্ট পূর্ব সময়ে সদর পশ্চিম যুবলীগ আহ্বায়ক টিটু চৌধুরীর রাজনৈতিক ডোনার জনির ৫ আগষ্ট পরবর্তী খোলস পরিবর্তন দেখে হতবাক চররমনীমোহনের জনসাধারণ। এছাড়া বিভিন্ন এলাকার পলাতক ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ডাম্পট্রাক মালিক সমিতির জেলা কমিটিতে পদায়নের মাধ্যমে চররমনীমোহনে পূনর্বাসন ও তাদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে। .
.
.
সরেজমিন পরিদর্শনে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের.
.
মধ্য চর মোহন গ্রামের বসু হাজী বাড়ীর আবুল হোসেন মাষ্টারের সন্তান মহি উদ্দিন জনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। এলাকায় জনশ্রুতি আছে- তার প্রবাস থেকে পাঠানো টাকা দিয়েই সদর পশ্চিম যুবলীগ আহ্বায়ক ও শাকচর ইউপির সাবেক চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু এলাকায় যুবলীগের রাজনীতিসহ অস্ত্র কেনেন,যা যুবদল ও ছাত্রদলসহ ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর হামলায় প্রয়োগ করা হতো। আবার জনির টাকা দিয়েই তার মামা আওয়ামী লীগ নেতা হোটেল জাহাঙ্গীর জনির দখলীয় বর্তমান বালু ফিল্ড তৎকালীন ইসলামী আন্দেলনের নেতা মাহবুব হুজুর ও যুবদল নেতা কবির হোসেন থেকে আওয়ামী লীগ নেতা শরীফ মোল্লার মাধ্যমে দখলে নেয়। শরীফ মোল্লা, জনির মামা ও জনির ভাই লিটন ডাক্তার এই বালু ফিল্ড পরিচালনা করে। ২০২৪ সালের পূর্বে জনির ভাই লিটন ডাক্তার তার খালাতো ভাই শাকচর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সেক্রেটারী আবু তাহের স্বপন ও তার আরেক খালাতো ভাই জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কে এম বাপ্পি কবির (ফালসার বাপ্পির) ছত্রছায়ায় এলাকায় অবস্থান করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর মহি উদ্দিন জনি প্রবাস থেকে এসে যুবদল নেতার রুপ ধারণ করে আ'লীগ নেতা শরীফ মোল্লার বালু ফিল্ড পূর্বের মালিক মাহবুব ও কবির যাতে দখলে নিতে না পারে তার জন্য জনি আব্দুল্যাহ এন্টারপ্রাইজের সাইনবোর্ড লাগিয়ে দখলে নেয়। সাথে সাথে ডাম্পট্রাক মালিক সমিতির সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করে বালু ফিল্ড মালিক ও ডাম্পট্রাক মালিকদের নিয়ে অর্থনৈতিক খেলা খেলতে শুরু করেন। বালু ফিল্ড মালিকদের থেকে প্রশাসনের নাম করে লক্ষাধিক টাকা এককালীন ও মাসিক চাঁদা নেওয়া শুরু করে মহি উদ্দিন জনি। এছাড়া ডাম্পট্রাক মালিক সমিতির সভাপতি হওয়ার পর লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কে ডাম্পট্রাকের চাপায় একাধিক মৃত্যু হলে জনির অর্থ হাতিয়ে নেওয়া আরো সহজ হয়ে যায়। সড়ক দূর্ঘটনা ধামাচাপা দেওয়ার নামে পুলিশ প্রশাসন ও ভূক্তভোগী পরিবারকে সমন্বয়ের দায়িত্ব নিয়ে দুই পক্ষীয় অর্থ হাতিয়ে নেয় এই মহি উদ্দিন জনি। .
.
.
অপরদিকে মহি উদ্দিন জনি নিজেকে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা দাবী করলেও তার আত্মার সম্পর্ক থাকা ছাত্রলীগ ও যুবলীগকে সে কৌশলে পুনর্বাসন করা শুরু করে। মহি উদ্দিন জনির ভাই লিটন ডাক্তারের শ্যালক ও লক্ষ্মীপুর আলীয়া মাদরাসা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পরান লক্ষ্মীপুর শহরে ছাত্রশিবিরের উপর একাধিক হামলায় নেতৃত্ব দিলেও সাইফুল ইসলাম পরানকে জেলা ডাম্পট্রাক মালিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব দিয়ে মজু চৌধুরীর হাটে পুনর্বাসন করা হয়। জনির ভাই লিটন ডাক্তারের ভায়রার ছেলে কমলনগর উপজেলা ছাত্রলীগের নেতা মোরশেদ আলম শামীম নিজ এলাকায় অপকর্ম করার কারণে পলাতক হয়েও অবস্থান করছে চররমনীমোহনে। শামীম এখন জেলা ডাম্পট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে চররমনীমোহনে অবস্থান ও জনির মাদক সাইডটা পরান ও শামীম মিলে দেখে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানিয়েছেন। শাকচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তুলাতুলি রোডের কাজল মিয়ার সন্তান ও শাকচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি মো: শরীফ হোসেনকেও ৫ আগষ্টের পর পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এই মহি উদ্দিন জনি। শরীফ বর্তমানে একটি ডাম্পট্রাকের মালিক ও চালক বটে। ছাত্রলীগ নেতা পরান, শামীম ও যুবলীগ নেতা শরীফকে পুনর্বাসন করার পাশাপাশি লক্ষ্মীপুর শহরে সাবেক মেয়র তাহের পরিবারের রেখে যাওয়া অস্ত্র টিটু চৌধুরীর মাধ্যমে বর্তমানে জনির জিম্মায় রয়েছে বলে এলাকাবাসী আশংকা করছে। আরো জানা যায়, মহি উদ্দিন জনির নেতৃত্বে মজু চৌধুরীর হাট ফেরী ঘাটে রাতের বেলায় লাখ লাখ টাকার চলা জুয়া খেলার টাকা কালেকশান করে জনির ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্যাহ এন্টারপ্রাইজের দিনের বেলার স্টাফ মাহমুদুর রহমান মুরাদ। .
.
অভিযুক্ত মহি উদ্দিন জনির বক্তব্যের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। অবিলম্বে মহি উদ্দিন জনি নামক বালু খেকো ও ডাম্পট্রাকের স্বঘোষিত সভাপতির কার্য্যক্রম তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী যৌথ বাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর নিকট দাবী জানিয়েছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: