• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজবাড়িতে জয়নাল সরকারের জালে ৩২ কেজি ওজনের মাছ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম;
রাজবাড়িতে জয়নাল সরকারের জালে ৩২ কেজি ওজনের মাছ
রাজবাড়িতে জয়নাল সরকারের জালে ৩২ কেজি ওজনের মাছ

আল-আমিন খোকন রাজবাড়ী জেলা প্রতিনিধি : পদ্মা নদীতে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়ার রওশন মোল্লার আড়ত থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় বাঘাইড়টি কিনেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লাচান্দু মোল্লা বলেন, ভোরে পদ্মায় মাছটি ধরা পড়ে। সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩২ কেজির বাঘাইড় মাছটি কিনে রশি দিয়ে পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। এখন দেশের বিভিন্নস্থানে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি।.

তিনি আরও বলেন, সামান্য লাভে মাছটি বিক্রি করবো। পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তাই আশা করছি দুপুরে বিক্রি হয়ে যাবে।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ