
রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি করে আগুন লাগানোর ঘটনা ঘটেছে । আজ শুক্রবার সকাল ৭টার সময় এ ঘটনা ঘটে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাসটিকে জব্দ করে ।.
.
বাসটির চালক জানান , মিরপুর সেনপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন লোক হাত দিয়ে ইশারা করে বাসটি থামানোর জন্য । বাসটি থামানোর পর চালক ও হেল্পারকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় । এ সময় বাসের যাত্রীরা আতংকে তডিঘড়ি করে বাস থেকে নেমে পড়ে । বাসটির যাত্রী নামার পর দুবৃত্তকারীরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড করে আগুন ধরিয়ে দেয় । কারা এ ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে মিরপুর বিভাগের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন , সম্প্রতি এই বাস কোম্পানীতে কিছু কমী ছাটাই করা হয়েছে । .
.
এ ছাটাইয়ের জের ধরে কিছু কমী ক্ষুব্ধ হয়ে সম্ভবত এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয় । তিনি আরো বলেন গভীর তদন্ত চলছে ঘটনার সতত্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।.
ডে-নাইট-নিউজ / মো: রফিকুল ইসলাম
আপনার মতামত লিখুন: