• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের গীতিকবি খোয়াজ মিয়ার ইন্তেকাল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৩ পিএম;
বিশ্বনাথের গীতিকবি খোয়াজ মিয়ার ইন্তেকাল
বিশ্বনাথের গীতিকবি খোয়াজ মিয়ার ইন্তেকাল

 .

 
বিশ্বনাথ প্রতিনিধিঃ অসংখ্য জনপ্রিয় গান ও গীতিকবিতার জনক সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য গীতিকবি ও সুরকার উপজেলার দৌলতপুর গ্রামের বাউল শাহ্ খোয়াজ মিয়া ইন্তেকাল করেছেন।
 
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শাহ খোয়াজ মিয়া (৮৭) ইন্তেকাল করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। 
 
আগামীকাল ২৭ জুন সকাল দশটায় মরহুমের নিজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন গীতিকবি শাহ খোয়াজ মিয়ার ছেলে জালাল মিয়া। 
 
গীতিকার খোয়াজ মিয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যাক্তিগত ভাবে শোক প্রকাশ করা হয়েছে। শাহ খোয়াজ মিয়া ৫ ছেলে ও ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। জনপ্রিয় এই রচয়িতার অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রয়েছে। এছাড়া  তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোকপ্রকাশ অব্যাহত রয়েছে। 
.

ডে-নাইট-নিউজ /

শোক-সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ