যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় পালিত হলো বিশ্বনাথের খাজাঞ্চীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। .
খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীর জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন রাজাগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ গোলাম মুস্তফা। .
আজ ১৫ ই আগস্ট বিকেল ২.৩০ ঘটিকায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর ( মেম্বার)।.
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এইচ এম ফিরোজ আলী।.
শোক সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন, সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক নাজমুল এইচ শিশির। আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতি, ইউনিয়ন যুবলীগ নেতা জামাল আহমদ, ইউপি আওয়ামীলীগ নেতা ছালেহ আহমদ প্রমুখ। .
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তৈমুছ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, হাজী আছাব আলী, মোঃ লাল মিয়া, প্রচার সম্পাদক লিয়াকত আলী, সদস্য নুর ইসলাম মেম্বার, দুদু মিয়া, নুর উদ্দিন, হাজি মনির মিয়া, ওয়াব আলী, হাজী আবুল হোসেন, কাওছার মিয়া, ফয়জুল ইসলাম, মঈন উদ্দিন, মতিন মিয়া, দিলাল মিয়া, কুতুব মিয়া, রায়হান মিয়া, নিরেন্দ্র দাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, আং মনাফ, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, সালেহ আহমদ, আইয়ুব আলী। .
শ্রমিকলীগ নেতা ফিরুজ আলী, যুবলীগ নেতা মতিন, মঈন উদ্দিন, তোরণ, লিটন দাস। ছাত্রলীগের লায়েক হাসান অভি, গিয়াস আহমদ, ইসলাম উদ্দিন, বাবুল, জাহাঙ্গীর ও সেজু আহমদ। . .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: