বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।.
.
উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ পরিচালক হাসান মাহমুদ রিপন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস অফিসার স্বপন কুমার ধর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেছাত আল-আমিন, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক জহির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।.
সমবায় সমিতির নেতৃবৃন্দের মধ্য থেকে সভায় বক্তব্য রাখেন, দেওকলস ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি খায়রুল আমিন আজাদ, অপরাজিতা মহিলা সমিতির বিলকিস আক্তার, গরীব দুঃখী ক্ষুদ্র ব্যবসায়ী আসমত আলী লিটন, তৃণমূল নারী উন্নয়ন সমিতি হাসিনা বেগম।.
.
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। আত্ননির্ভরতা, স্বচ্ছতা ও অংশীদারত্বের ভিত্তিতে সমবায় খ্যাত .
দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সকলকে এগিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।.
.
স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।.
.
আলোচনা সভার আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন করা হয়।.
.
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি লিঃ কোষাধ্যক্ষ হাফিজ ক্বারী মোঃ এমদাদুল হক তুহীন ও গীতা পাঠ করেন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: