 
             
			
           
 বিশ্বনাথ প্রতিনিধিঃ আজ ১৭ই রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস। .
বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতিবছর ১৭ রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করে। বদরের শহীদদের মুসলিম উম্মাহ স্মরণ করে বিশেষ সম্মানে। আসুন,আমরা আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্যের আলোকে সমাজকে নতুন করে সাজানোর শপথ গ্রহণ করি। আমি আপনাদের সন্তান।আমি বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।.
.
২৮শে মার্চ বৃহস্পতিবার ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চারিগ্রামের যুব সমাজ ও বন্ধু মহল গ্রুপের পক্ষ থেকে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের হামদর চক পুরাতন জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।.
.
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বার,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চেরাগ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ চারিগ্রামের প্রায় শতাধিক মানুষ। .
.
উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন হামদরচক পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হাসনাত।.
.
ইফতার মাহফিল আয়োজনে ছিলেন হাসান আহমদ, পাবেল আহমদ, আব্দুল হক, আজিজুল,ফাহিম আহমদ,রেজাউল,জুম্মান আহমদ,নজরুল ইসলাম, রামিম আহমদ,জাবের আহমদ, মাহবুব হোসেন,আবু সাইদ, রামিম আহমদ সহ প্রমুখ।. .
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: