• ঢাকা
  • শনিবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নিষিদ্ধ সময়ে নদীতে মৎস্য আহরণের চেষ্টা টি ট্রলার ও বরফ বোঝাই ট্রাক আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম;
নিষিদ্ধ সময়ে নদীতে মৎস্য আহরণের চেষ্টা টি ট্রলার ও বরফ বোঝাই ট্রাক আটক
নিষিদ্ধ সময়ে নদীতে মৎস্য আহরণের চেষ্টা টি ট্রলার ও বরফ বোঝাই ট্রাক আটক

মোঃ নুর হোসেন -কমলনগর প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে রামগতির মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে ২ টি বড় মাছ ধরার ট্রলার ও ২ টি বরফ বোঝাই ট্রাক আটক উপজেলা প্রশাসন।.

 .

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ট্রলারগুলো কক্সবাজার থেকে ট্রাক যোগে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার  প্রস্তুতি নিচ্ছিল। .

 .

এসময় আনুমানিক ১০ হাজার  মিটার জাল, দুটি বড় ট্রলার, বরফবাহী ২ টি ট্রাক এবং একটি ট্রাক্টর আটক করা হয়েছে। .

 .

অভিযানের সময়  মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় আটককৃত নৌযান, মোটরযান এবং জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।.

 .

উপজেলা নির্বাহী অফিসার রামগতি'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি),  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রামগতি আর্মি ক্যাম্পের সদস্যগণ, রামগতি থানা পুলিশ এবং নৌ পুলিশের সদস্যগণ  উপস্থিত ছিলেন।.

 .

জনস্বার্থে অনুরুপ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ