
সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : শুক্রবার (২৪ মে) রাত ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধে জের ধরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামে এক কিশোর খুন হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, আহত হয়েছে। পরে আহত আব্দুল্লাহ কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় সিদ্দিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এর সাথে কথা হলে রাত সোয়া ১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ খান পায়েল (১৪) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো. শামীমের ছেলে। সিদ্দিরগঞ্জ থানা পুলিশ জানান নিহতের লাশ বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরবর্তীতে এই ঘটনার পরিপূর্ণ তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: