
ডে-নাইট নিউজ রিপোর্ট : সরজমিন প্রতিবেদনে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদক ও কিশোর গ্যাং সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জে বসবাস করা অভিভাবক ও সাধারণ মানুষ এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। .
.
.
প্রতিবেদনে উঠে আসে,নারায়ণগঞ্জের রেল ষ্টেশন, বন্দর, চাষাড়া, পাগলা, ফতুল্লা, খানপুর, ইসদাইর, সিদ্ধিরগঞ্জ সহ আরো বেশ কিছু এলাকায় সকাল দুপুর সন্ধ্যার পরে কিশোরদের দল বেঁধে আড্ডা দিতে দেখা যায়। অনেক সময় তারা মারামারি চাঁদাবাজি,ছিনতাই ও হুমকি ধামকির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি তারা হত্যা কান্ডের সাথে ও জরিয়ে পড়ছে। এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্দিরগঞ্জের এক অভিভাবক বলন মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। কিন্তু আফসোস মাদকের এই বয়াল থাবা থেকে আমাদের সন্তান দের রক্ষা করতে পারছি না। তারা মাদকের পাশাপাশি জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং এর মত অপরাধে। তবে প্রশাসন ও পরিবার ও রাজনৈতিক সদ ইচ্ছা ই সম্ভব এই মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ করা। তথ্য সূত্রে জানা যায় স্কুল কলেজর অনেক শিক্ষার্থী ও মাদক সেবনে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। ইয়াবা গাঁজা ও ফেনসিডিল এখন অনেক এলাকায় হাত বদল হয়ে প্রকাশ্যেই বিশেষ করে বাস টার্মিনাল রেলস্টেশন ও নদীর পাড় সংলগ্ন এসব এলাকায় মাদকের লেনদেন চলে সহজে। .
.
.
সমাজ কর্মী ও রাজনৈতিক বিশেষজ্ঞ রা মনে করেছেন বতর্মান নারায়ণগঞ্জ শহরের সামাজিক নিরাপত্তা শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিশোর গ্যাং ও মাদক এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন । এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট ওরা। তাই নারায়ণগঞ্জের সচেতন নাগরিক গণের দাবি দ্রুত সময় মাদক ও কিশোর গ্যাং থেকে যুব সমাজ কে রক্ষা করতে পরিবার, স্কুল শিক্ষক, রাজনৈতিক নেতাদের স্বদ ইচ্ছা, বিভিন্ন সামাজিক সংগঠনের কাউন্সিলিং এবং প্রশাসনের সর্বোচ্চ আইন প্রয়োগ ই পারে কিশোর গ্যাং ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: