• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দিনাজপুরের ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম;
দিনাজপুরের ফুলবাড়ীতে  বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
    এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা ম-লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন ম-ল, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ। 
    আলোচনা সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মহিলা বিষয়ক কার্যালয়ের সুবিধাভোগীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
এদিকে ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ-২০২২ পালন করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ