• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঢাকার বিমান বন্দরে মশার উপদ্রব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম;
ঢাকার বিমান বন্দরে মশার উপদ্রব
ঢাকার বিমান বন্দরে মশার উপদ্রব

রিপোর্টার ডে-নাইট নিউজ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রবে অতিষ্ঠ বিমান যাত্রীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টি বিভিন্ন কোম্পানি বিমান চলাচল করে I বোর্ডিং ব্রিজ সংকটের কারণে অনেক বিমানকে বোডিং ব্রিজ থেকে নিরাপদ দূরত্বের ল্যান্ডিং এবং উড্ডায়ন করানো হয় যার ফলে বিমান থেকে যাত্রীদের ইমিগ্রেশনে আনতে ব্যবহৃত হয় ট্রানজিট বাস আর এই সময় যতটুকু সময় বিমানের দরজা খোলা থাকে তখনই মশা বিমানে ঢুকে পড়ে যার ফলে বিমান পরিচালনাকারী সংস্থাগুলোকে বিভিন্ন রকম অব্যবস্থাপনের কথা শুনতে হয় যাত্রীদের কাছ I.

 .

সবচেয়ে বড় বিপত্তি হয় যখন যাত্রীগণ রান ওয়েতে অন্য আরেকটি ট্রানজিট বাসের জন্য অপেক্ষা করে I এ যেন মশার এক মহাসর্গরাজ্য I মুহূর্তের মধ্যে অতিষ্ঠ হয়ে যায় যাত্রীগণ I বেশি ভোগান্তিতে পড়ে ওইসব বিমানের যাত্রীরা যেসব বিমান সন্ধ্যার পরে ল্যান্ডিং করে I আর বিদেশি যাত্রীদের কাছে নষ্ট হয়ে যায় দেশের ভাবমূর্তি I গতকাল থাইল্যান্ডের ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানে আগত এক বিদেশী যাত্রী মিস্টার পার্কার বললেন এটা তার প্রথম বাংলাদেশ ভ্রমণ এবং ৫৫ বছরের জীবনে তিনি কোন দিন এরকম পরিস্থিতিতে পড়েননি I বিমানবন্দরে এরকম মশার উপদ্রব কমানোর জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হবার সম্ভাবনা আছে I তাই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আশু বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিমান যাত্রীগণ প্রত্যাশা করেন I. .

ডে-নাইট-নিউজ / মোঃ রেজাউল করিম

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ