• ঢাকা
  • শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন ধর্ষক গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম;
কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন ধর্ষক গ্রেফতার
কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন ধর্ষক গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে চার বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে মতিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমের পিতা মামলা করার পর সোমবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।.

মতিয়ার ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুদ্রপুর স্কুল পাড়ার ওই শিশু শনিবার বিকালে বাড়ির সামনে খেলছিল। এসময় লম্পট মতিয়ার রহমান পরিবারের অগোচরে শিশুটিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।.

শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফেন দেয়। পুলিশ দ্রæত এসে মতিয়ার রহমানকে গ্রেফতার করে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।.

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত জানান, এর আগেও আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ