
নাসির মাহমুদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৪ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মতো লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বিক্রি, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।.
.
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠে থাকবে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ টিম।.
.
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ৯৮ জন এবং রামগতিতে ২০ হাজার ৩৬০ জন। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন জেলে এ সময় পুরোপুরি কর্মহীন হয়ে পড়বে। তাদের তালিকা তৈরি করে দ্রুত বরাদ্দকৃত চাল বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।.
.
মৎস্য অফিস সূত্রে আরও জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে সরকার। এই পুরো এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।.
.
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা ও রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ জামান জানান, প্রতিদিন নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এ সময়ে কেউ আইন অমান্য করে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: