 
             
			
          .webp) 
 আগামীকাল ৪ জুলাই লক্ষ্মীপুরের রামগতিতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এ উপলক্ষ্যে রামগতি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি নানা কর্মসূচি গ্রহন করেন।.
দলীয় সুত্রে জানাযায়,সফরসূচির অংশ হিসেবে চরমোনাই পীর ৩ জুলাই নোয়াখালীতে দলের কয়েকটি প্রোগ্রামে অংশ নিবেন। এর পর ৪ জুলাই লক্ষ্মীপুর জেলায় আগমন করবেন। সেখান থেকে তিনি জেলার রামগতি উপজেলার দুটি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।.
চরমোনাই পীরের আগমনকে ঘিরে ইতিমধ্যে রামগতিকে নতুন সাজে সাজিয়েছেন দলটি। উপজেলার বিশিষ্ট আলেম ওলামা ও দলটির নেতাকর্মীদের মাঝে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। চরমোনাই পীরের আগমন উপলক্ষ্যে উপজেলা ইসলামী আন্দোলন স্থানীয় জমিদারহাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে এক সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেলে তিনি আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বয়ান রাখবেন। এই তথ্য নিশ্চিত করছেন রামগতি উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ইয়াকুব শরীফ।.
দলীয় প্রধানের আগমনকে ঘিরে তৃণমূলে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে প্রস্তুতি। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। চলছে মাইকিং। প্রচুর পরিমাণ লোক জমায়েত করতে নেতাকর্মীরা কাজ কাজ করছেন।.
সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতিক হাতপাখার পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি করতে দলের সর্বোচ্চ প্রধানের আগমনকে নিয়ে নানা বিশ্লেষণ করছেন রাজনৈতিক মহল।.
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: