• ঢাকা
  • বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম;
অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ
অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও। এরপর তাকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে।.

 .

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ ৭ জনের অভিযোগ করেছেন ইউএনও।.

 .

অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা তারেক মিয়া (৫০), উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার রাজু আহমেদ (৪০), শহীদুল হক ইমন (৪২), ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. লাদেন (২৮), একই গ্রামের বাসিন্দা  মো. মানিক মিয়া। (২৫), মো. মাসুদ মোল্লা (৩৮) ও ভৈরবপুর উত্তরপাড়ার মো. সোহান মিয়া (৩৬)। এর মধ্যে তারেক হলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই। বাকিরা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।.

 .

এর আগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কিশোরগঞ্জের ভৈরবের ছাগাইয়ার বাসিন্দা আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার আমজাদ হোসেনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড, টাকার ব্যাগ জব্দ করা হয়। অভিযুক্তরা ‘মরিয়ম’ নামে ড্রেজার ও ব্যাগ ছিনিয়ে নেয়।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ