• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অবৈধ পথে ভারতে প্রবেশের সময় আটক ২৫


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
অবৈধ পথে ভারতে প্রবেশের সময় আটক ২৫
অবৈধ পথে ভারতে প্রবেশের সময় আটক ২৫

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে শিশুসহ ২৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১১ জন নারী ও তিনজন শিশু রয়েছে। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা, নিন্দাপাড়া ও খোশালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবির সদস্যরা। আটককৃত শিশুসহ ২৫ জন অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। .

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামের মোঃ সুলতান তালুকদারের ছেলে মোঃ ওসমান তালুকদার (৩৬),  মোঃ ওসমান তালুকদারের স্ত্রী মোছাঃ ময়না বেগম (২৬), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আহাদ গাজী’র ছেলে মোঃ হারুন গাজী, মোঃ হারুন গাজী’র স্ত্রী গোলাপী বেগম (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মাছেম সরদারের ছেলে মোঃ সেকেন সরদার (৬৮), মোঃ হাবিব সরদারের স্ত্রী মোছাঃ হাছিনা বেগম (৪৫), খুলনা জেলার নিউমার্কেট উপজেলার জোরাঘাট গ্রামের মৃতঃ রুস্তম মৃধার মেয়ে মোছাঃ রেকছোনা (৩৮), কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নোহার গ্রামের মোঃ মঞ্জু এর ছেলে মোঃ রুহুল আমিন (৩০), লক্ষীপুর জেলার রায়পুর থানার চর ইন্দুরিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ সালাউদ্দিন (২৭), মোঃ দুদু মিয়ার ছেলে মোঃ ফজল করিম (৩০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ রিপন আহম্মেদ, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ী গ্রামের মোঃ রজ্জব আলী শেখের ছেলে মোঃ গফফার শেখ (২৮), যশোর জেলার মনিরামপুর উপজেলার আমরোঝোটা গ্রামের মৃতঃ ইসমাইল সরদারের মেয়ে ফুলমতি বেগম (৪৫), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মোশারফ হোসেন (২৩), মোঃ মোশারফ হোসেনের স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৯) এবং মেয়ে মোছাঃ মালিয়া (০৩ মাস), নড়াইল জেলার কালিয়া উপজেলার জামবিল ভাংগা গ্রামের মৃতঃ মশিয়ার শেখের ছেলে মোঃ সিরাজুল শেখ (২৬), মোঃ সিরাজুল শেখের স্ত্রী মোছাঃ হাজেরা বেগম (২১) এবং ছেলে মোঃ আঃ রহমান শেখ (১.৭) একই উপজেলার পাটেশ্বরী গ্রামের মোঃ আব্দুল হালিম শেখের ছেলে মোঃ মাহবুব রহমান (২৬), সাফায়েতের স্ত্রী মোছাঃ আলেয়া বেগম (৩৫) ও মেয়ে মোছাঃ নুরাইয়া (০৯ মাস)। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ