
রিপোর্টার সাদিক বিপ্লব : ১লা মে মহান মে দিবস তথা শ্রমিক দিবস উপলক্ষে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারাদিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হয়।.
.
সকাল নয়টায় তিতাসের বিভিন্ন জোনাল অফিস থেকে আগত শ্রমিক কর্মচারীরা কারওয়ান বাজারস্থ তিতাস ভবন হতে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের সামনে ছোট্ট যাত্রা বিরতিতে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।.
.
.
যাত্রা বিরতি শেষে সকলেই শ্লোগানে মুখরিত ধ্বনিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাতীয় শিল্পী কনকচাঁপা,পলাশ, ও মৌসুমী সহ প্রমুখ শিল্পী বৃন্দ। গানের তালে তালে হাত নাড়িয়ে নেতৃবৃন্দদের অভিনন্দন জানান টাঙ্গাইলের কৃতি সন্তান ও কেন্দ্রীয় বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু এবং দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সাথে হালকা আমেজে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়ক হেলাল খান।.
বেলা দুইটায় মঞ্চে আসন গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। .
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: