
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী আইনজীবী জি এইচ এম আব্দুর নূর ওরপে বোমা উকিল (৭০) এর বিরুদ্ধে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানিসহ ভূমিদস্যতার অভিযোগ উঠেছে। দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলকাবাসী। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শতশত নারীপুরুষ। পরে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন তার। পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর ৫ নং ওয়ার্ডের ভূক্তভোগী বাসিন্দা মোঃ মুরাদ , নাহিনা আক্তার, ভুলু, কালাম , বাবুলসহ অনেকে।.
.
.
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্টি আমলে জি এইচ এম আব্দুর নূর ওরপে বোমা উকিল দলীয় প্রভাব খাটিয়ে তার নানান বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের নিরীর মানুষের ৫ একর ৯১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে। প্রতিবাদ করায় এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। ৫ আগস্টের পর কিছু দিন আত্মগোপনে থাকলে এখন আবার প্রকাশ্যে নিরীহ মানুষকে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। আবদুন নুর আইনজীবী হওয়ায় তার বিরুদ্ধে অন্য আইনজীবী লড়তে চায় না। তাই এলাকার মানুষও আইনীসহয়তা থেকে বঞ্চিত রয়ে গেছে। এঘটনায় সুষ্টু বিচার দাবী করেন তারা। .
.
প্রসঙ্গত, এডভোকেট জি এইচ এম আব্দুর নূর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি। তিনি পৌরসভার বাঞ্চানগরের বাসিন্দা।. .
ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব
আপনার মতামত লিখুন: