
কক্সবাজার রামু থানার পুলিশের অভিযানে চোরাই কৃত টমটম উদ্ধারসহ ছিনতাই কারি আটক। ক্লুলেস চাঞ্চল্যকর টমটম ড্রাইভার আবু সৈয়দ খুন ও টমটম গাড়ী ছিনতাই মামলার রহস্য উদঘাটন সহ টমটম গাড়ী উদ্ধার পূর্বক আসামী গ্রেফতার।.
রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেইন্দা চরপাড়া নামক স্থান হইতে যাত্রীবেশে টমটম ড্রাইভার আবু সৈয়দ কে গত ২৯ এপ্রিল গভীর রাতে হত্যা করে টমটম গাড়ীটি ছিনতাই করে পালিয়ে যায় দূর্বৃত্তরা । .
গত ১ মে সকালে রামু থানা পুলিশ মৃত দেহ উদ্ধার পূর্বক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করেন। রামু থানা মামলা নং-০২(৫)২২ ধারা, ৩৯৪/৩০২/৩৪ পোনাল কোড রুজু হয়।.
কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গত-১০মে ঘটনা সংঘটন কারী আসামী আবুল কালাম(২২) কে গ্রেফতার করা হয়।.
এসময় তাহার স্বীকারোক্তি মোতাবেক চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক স্থান হইতে ছিনতাইকৃত টমটম গাড়ী এবং ঘটনাস্থল সংলগ্ন জলাশয় হইতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। .
তবে পুলিশ জানান আসামীর দেখানো মতে উদ্ধার করা হয়। ১১মে ঐ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। এব্যাপারে রামু অফিসার ইনচার্জ আনুয়ারুল হোসাইন বলেন, অন্যান্য আসামী গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।. .
ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার, কক্সবাজার প্রতিনিধিঃ
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: