• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম;
রামগতিতে,  কৃষকের ধান,  পুড়িয়ে দিল,  দুর্বৃত্তরা
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরের রামগতিতে ওয়াসিম চৌধুরী নামে এক কৃষকের ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৭ একর ৯৫ শতকের প্রায় ১৫ গণ্ডা জমির ধান পুড়ে গেছে।.

 .

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত একটার দিকে উপজেলার রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত হুমায়ুন কবির চৌধুরীর ছেলে।.

 .

স্থানীয়রা জানান, ওই কৃষক জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শনিবার রাত একটার দিকে প্রতিবেশীরা ওই ধানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছোটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ১৫ গণ্ডা  জমির প্রায় ৬০ মন ধান পুড়ে যায়।.

 .

 .

ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী বলেন,এই জমি গুলো আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি সিএসপি আব্দুর রব চৌধুরীর। তিনি মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী মালিক হন। আমি জমি গুলো বর্গা চাষি হিসেবে চাষ করে আসছে।.

 .

গত কয়েকদিন ধরে ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখেছিলাম। ধান বাড়িতে নেওয়ার আগেই শুক্রবার রাত একটার দিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কি কারণে,কে বা কারা ধানে আগুন দিয়েছে, সেটি বলতে পারছি না।.

 .

রামগতি থানার (ওসি) মোঃ কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ