 
             
			
          .webp) 
 বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: শত-শত সুন্নি জনতার উপস্থিতিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরে মিলাদুন্নবী (সাঃ) মুবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি বিশ্বনাথের উদ্যোগে উক্ত মুবারক র্যালীটি অনুষ্ঠিত হয়।.
.
বিশ্বনাথ পৌর শহরে অবস্থিত আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ সম্মুখ থেকে মুবারক র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালীতে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর আগমনের এই মাসে নবীর জন্মের তাৎপর্য বিষয়ক ইসলামী নাশিদ, সালাম, দুরুদ পাঠ সহ ব্যানার ফ্যাষ্টুন নিয়ে শত-শত নবীপ্রেমিক উপস্থিতি ছিলেন। ইসলামী সঙ্গীত পাঠ আর আনন্দ চিত্তে সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি শুরুর স্থানে গিয়ে শেষ হয়।.
.
র্যালীর নেতৃত্বে ছিলেন মাসিক মারজানের সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ইসলাম উদ্দিন লতিফি, তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।.
এসময় উপস্থিত ছিলেন আন্জুমানে আল ইসলাহ সংগঠনের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ , বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া’র নেতৃবৃন্দ সহ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র, শিক্ষক ও সুন্নি আকিদার সাধারণ জনতা।. .
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: