• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম;
বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ
বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লেচু মিয়া বলেছেন, ‘সমাজ উন্নয়নের জন্য উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও প্রয়োজন। যাতে আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট পাঠ্যবইয়ে লেখা পড়ার পাশাপশি অতিরিক্ত জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি বলেন, ২০১৪সালে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।.

 .

কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, ইংরেজী প্রভাষক ও পরীক্ষা নিয়ন্ত্রক নাসির উদ্দিন, প্রাইমারী প্রধান সুহেল মিয়া, সহকারি শিক্ষক রাজিয়া বেগম, মিজানুর রহমান, মাহমুদুল হাসান জাকির, আহমদ আলী আনছার, আফজাল হোসাইন, তপন কুমার পাল,  ফেরদৌস আহমদ, সোহান আহমদ ফারুক, কদরুল ইসলাম, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, রফিক মিয়া, রুজেল আহমদ, মাকসুদা, সুলতানা বেগম, তাছলিমা বেগম, আকলিমা বেগম, সোনিয়া বেগম, রুজি আক্তার, সুপ্তা রানী পাল, পারভেজ আহমদ, হোসাইন আহমদ, আনন্দ মালাকার, মেহেদী হাসান ও আনাছ আহমেদ।.

 .

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জিয়াউর রহমান, জাহিদ হাসান বাপ্পি, রুমেন আহমদ, সন্ধানী মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাসির উদ্দিন প্রমুখ।.

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র মোঃ আমির হামজা ও না’তে রাসূল পরিবেশন করেন শিক্ষার্থী মারিয়া চৌধুরী।.

অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।.

 .

পঞ্চম শ্রেণীতে এ প্লাস প্রথম স্থান অর্জনকারীকে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণীতে লেখাপড়া সম্পূর্ণ ফ্রি, এ প্লাস পেয়ে দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণীতে ৭৫% ফ্রি এবং এ প্লাস পেয়ে তৃতীয় স্থান অর্জনকারীকে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণীতে ৫০% ফ্রিতে লেখা পড়া করার সুযোগ রয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ