• ঢাকা
  • রবিবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৫৪ পিএম;
বিজিবি’র এক মাসের অভিযানে  সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ
বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত এক মাসে দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটকসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করেছে।.

 .

          বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করেছে। একই সময়ে একজন চোরাকারবারীকেও আটক করেছে বিজিবি সদস্যরা।.

 .

          বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের ২০৮ বোতল বিদেশি মদ, ২৭ হাজার ৭৫৭ পিচ ভারতীয় নেশা জাতীয় বড়ি, ১ হাজার ৩৯৮ পিচ ইঞ্জেকশন, ১৯ বোতল ফেন্সিডিল, ৬৪ বোতল স্কফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক ওষুধ, ২ হাজার ১৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন  প্রকার প্রসাধন সামগ্রী রয়েছে।.

 .

          এছাড়াও গত ১৬ অক্টোবর ব্যাটালিয়নের অধিন উপজেলার রুদ্রানী গ্রামের মাদক কারবারী হানিফ সরকারকে (৩৬) আটক করা হয়। একইভাবে ৩১ অক্টোবর বড়গ্রাম সীমানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় সিরাপ এবং একই দিন বনতারা সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিচ ভারতীয় নেশা জাতীয় বড়ি জব্দ করা হয়। এক মাসে জব্দকৃত চোরাচালানী পণ্যের মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা।.

          বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, গত অক্টোবর মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটকসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের বিজিবি সদস্য কঠোর অবস্থানে থেকে নজরদারী রেখেছেন।.

 .

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ