
স্টাফ রিপোর্টার : জনপ্রিয় অনলাইন দৈনিক মুলধরা টোয়েন্টিফর ডটকম এর নিউজ এডিটর বা বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন সাংবাদিক মো: উজ্জ্বল আহমেদ। মুলধরা টোয়েন্টিফর ডটকম এর প্রধান (সম্পাদক) ও প্রকাশক : শাহ জালাল উদ্দিন জুয়েল, আনুষ্ঠানিকভাবে তাকে বার্তা সম্পাদক নিয়োগ প্রদান করেন।.
এদিকে মো: উজ্জ্বল আহমেদ এই পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দৈনিক মুলধরা টোয়েন্টিফর ডটকম পরিবারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মো: উজ্জ্বল আহমেদ জাতীয় দৈনিক বাংলাদেশ সামাচার পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।.
এছাড়া দৈনিক প্রতিদিনের বানী পত্রিকা, দৈনিক খোয়াই এবং জাতীয় তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদিত দৈনিক “ডে নাইট নিউজ” পত্রিকাতেও তিনি কাজ করে আসছেন। তিনি ২০১২ সালে ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফর ডট কম” ও ক্রাইম অবজারভার, ক্রাইম ইনভেস্টিগেশন টিমে অনুসন্ধানী সিলেট বিভাগীয় প্রধানের কাজ শুরু করেন। এদিকে মো: উজ্জ্বল আহমেদ, নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বলেন যে, ‘‘মুলধরা টোয়েন্টিফর ডটক এর মহোদয় আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। তাদের এই আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে মুলধরা টোয়েন্টিফর ডটকম’কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’’ তাছাড়া বার্তা সম্পাদকের এই দায়িত্ব পাওয়ায় মো: উজ্জ্বল আহমেদ’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের পরিবারবৃন্দ। .
উল্লেখ্য যে, “www.muldhara24.com” বাংলাদেশি একটি অনলাইন পত্রিকা,- পত্রিকাটি আস্থা ও ভরসার এই পত্রিকাটি গুটি গুটি পায়ে ২য় বছরে পদার্পণ করছে। মুলধরা টোয়েন্টিফর ডটকম তার জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, পক্ষপাতহীন, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সংবাদের মাধ্যমে পাঠকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: