• ঢাকা
  • বুধবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ১৯৮ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৯ পিএম;
ফুলবাড়ীতে ১৯৮ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক
ফুলবাড়ীতে ১৯৮ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক

 .

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ ১৯৮ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। সোমবার (২৫ আগস্ট) রাত শোয়া একটায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (ডাঙাপাড়া) গ্রামে তাদের নিজ বাড়ীতে মাদক কেনাবেচার সময় অভিযান চালানো হয়।.

 .


আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত বিত্ত মন্ডলের ছেলে মেহেরাব আলী (৬০) এবং তার স্ত্রী মোছা ফিরোজা আক্তার ফারজানা (৫৫)।.


পুলিশ সূত্রে জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করলেও দ্রুত ধরে ফেলা হয়। পরবর্তীতে ফারজানার শাড়ির কোচে এবং মেহেরাব আলী লুঙ্গির কোচ থেকে ১৯৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।.


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একেএম খন্দকার মহিব্বুল জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৪০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারা অনুযায়ী মামলা নং-১৬ রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ