• ঢাকা
  • বুধবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

খিষ্ট্রান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন লেতুস রাংসা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম;
খিষ্ট্রান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন লেতুস রাংসা
খিষ্ট্রান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন লেতুস রাংসা

মোঃ আদিল ইসলাম পূর্ব নাম লেতুস  রাংসা (২৮), পিতা বিশ্বনাথ দিব্রা, মাতা লুচনা রাংসা, গ্রাম - উৎরাইল, ডাকঘর - বিরিশিরি,  থানা- দুর্গাপুর, জেলা নেত্রকোনা। জানা যায়, মোঃ আদিল ইসলাম পূর্ব নাম লেতুস  রাংসা,  তিনি বহু দিন ধরে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তার মা-বাবা ও পূর্ব পুরুষরা খ্রিষ্টান ধর্মের অনুসারী।.

 .

তিনি অনেকদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয় ভালোবেসে,  ইসলামকে সত্য ধর্ম মেনে ইসলামিক বই পড়ে কোরআন তেলাওয়াত শুনে নিজ জ্ঞানে নিজ সিদ্ধান্ত কারো প্রচারণা বা প্রবোচনায় রাজি না হয়,  একক সিদ্ধান্তর বলে তিনি চলতি বছর ৪ ফেব্রুয়ারি  ২০২৫ সালে ইসলাম গ্রহণ করেন এবং আগামী জীবন ও মৃত্যু  পর্যন্ত তিনি ও তার সাংসারিক পরিবার ইসলাম ধর্ম মেনে চলবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।.

 .

মোঃ আদিল আরো জানান যে, আমি বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক আমার ব্যাপারে আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি আর সেই বলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং এক আল্লাহকে মেনে তার কোরআনকে মেনে নবী করীম মুহাম্মদ সাঃ কে মেনে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পাঠ করে ইসলাম গ্রহণ করি।  আমার জন্য মুসলিমরা সবাই দোয়া করবেন ও আমাকে সহযোগিতা করবেন আমি যেন ইসলামের নিয়ম কানুন কোরআন সুন্নত মেনে সুন্দর জীবন গড়ে তুলতে পারি।.

 .

মুহাম্মদ আদিল ইসলাম আরো জানান যে আমি ধর্মান্তরিত হওয়ার বিষয়ে ৩০০ টাকার নন গ্র্যাজুয়েট স্টাম্পে নিজে দাঁড়িয়ে উকিলের সামনে হলকনামা দিয়েছি. .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ