• ঢাকা
  • সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগর ভুমি অফিসের জারিকারকের অর্থ আদায়ের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:২৫ পিএম;
কমলনগর ভুমি অফিসের জারিকারকের অর্থ আদায়ের অভিযোগ
কমলনগর ভুমি অফিসের জারিকারকের অর্থ আদায়ের অভিযোগ

 .

‎মোঃ নুর হোসেন,কমলনগর(লক্ষ্মীপুর প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে বিভিন্ন সময় জাল কাগজে নামজারির আবেদনসহ দালালদের মোবাইল কোর্ট পরিচালনায় জেল-জরিমানা হলেও ভ’মি অফিসের জারিকারক ফেরদৌসুর রহমান প্রত্যেক সেবাগ্রহীতা থেকে ২শ টাকা থেকে সম্ভব অনুয়ায়ী চেষ্টা চলে অর্থ আদায়ের।.

‎.

‎১৫ সেপ্টেম্বর (সোমবার) সকালে হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফিরোজ আলমের ওয়ারিশ সূত্রে পাওয়া জমি তার স্ত্রী মোমেনা খাতুনের নামে নামজারি আবেদনের শুনানির দিন ধার্য্য থাকে। ধার্য্য তারিখ অনুয়ায়ী মোমেনা খাতুনের ছেলে আশিক নাজির বখতিয়ারের টেবিলে যায়, বখতিয়ার কাগজপত্র দেখে জারিকারক ফেরদৌসুর রহমানের টেবিলে যেতে বলে। জারিকারক ফেদৌসুর রহমান কাগজপত্র দেখে আশিককে ২শ টাকা দিতে বললে আশিক বিষয়টি জানতে চাইলে তিনি বিভিন্ন তাল-বাহানায় এড়িয়ে যায়।.

‎.

‎.

‎মোমেনা খাতুনের ছেলে আশিক হোসেন জানান,  আমি নামজারির কাগজপত্র নিয়ে ফেরদৌসুর রহমানের কাছে গেলে তিনি বিভিন সমস্যার কথা বলে তালবাহানা শুরু করে একপর্যায়ে বিনা রশিদে আমার কাছ থেকে ২শ টাকা নিয়েছে। টাকা কেন দিবো জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি ।.

‎.

‎জারিকারক ফেদৌসুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো কাছে চেয়ে কোন টাকা নিই না। যদি কেউ খুশি মনে কিছু দেয় সেটাই। তিনি আরো বলেন আমি রামগতি থেকে আসি এবং দুপুরে হোটেলে খাইতেও টাকা লাগে।.

 .

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, যে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়েছে তিনি আমাকে বলতে পারতো। বললে অবশ্যই ব্যবস্থা নিতাম।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ