 
             
			
           
 নাসির মাহমুদ(লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে তারুণ্যের ঐক্য সংঘ'র উদ্যোগে হুফফাজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার করইতলা উপকূল মডেল একাডেমিতে এ আয়োজন সম্পন্ন হয়। হাফেজ মাওলানা শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেন্টিস্ট সুমন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন  বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মাওলানা নজির আহমদ হেলালি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কমলনগর প্রেসক্লাব'র উপদেষ্টা ও শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ, ডেন্টিস্ট সুমন চৌধুরী, করইতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংগঠনটির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক, কমলনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ছোটন,করইতলা বাজার মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ আবদুল কুদ্দুস, সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক কাজী আবদুল মালেক, দপ্তর সম্পাদক রাশেদ বিল্লাহ,অন্যতম সংগঠক বাহার উদ্দিন। 
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশারেফ হোসেন বাবুল,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক রাকিব হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আলফাজ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদ বিল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ গিরীদারী দাস,অন্যতম সদস্য নিজাম উদ্দিন শিফন,মাকছুদ,আদুল মান্নান,সহ সাধারন সম্পাদক নাজমুল করিম,সাইফুল ইসলাম বাবুল,আবুল কাশেম পলোয়ান,কাজী রায়হান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে কুরআনে হাফেজদের  মধ্যে 'হুফফাজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। তারুণ্যের ঐক্য সংঘের সিনিয়র সহ সভাপতি প্রবাসী রাসেলের পৃষ্ঠপোষকতায় হাফেজে কোরআন প্রতিযোগীতায় প্রথম হওয়া হাফেজ ফয়সল আহমেদকে ১০ হাজার টাকা,দ্বিতীয় হাফেজ ফয়সলকে ৫ হাজার টাকা, তৃতীয় স্থান হওয়া হাফেজ জাবেদ হোসেনকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদানসহ ৩০ জন প্রতিযোগী প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে। .
.
আলোচনায় অংশ নেয়া সকল বক্তা সামাজিক এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।.
. .
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: