• ঢাকা
  • শুক্রবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আলোকিত আগামী শিক্ষা সহায়তা কর্মসূচি পুরস্কার হাতে তুলে দেন প্রধান উদ্যোক্তা মোঃ জুয়েল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৮ পিএম;
আলোকিত আগামী  শিক্ষা সহায়তা কর্মসূচি পুরস্কার হাতে তুলে দেন প্রধান উদ্যোক্তা মোঃ জুয়েল
আলোকিত আগামী শিক্ষা সহায়তা কর্মসূচি পুরস্কার হাতে তুলে দেন প্রধান উদ্যোক্তা মোঃ জুয়েল

নিজস্ব প্রতিবেদক : সমাজের নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তার এক উদ্যোগ.

 অবস্থান: শাহরাস্তি উপজেলা.

 .

 প্রকল্পের সারসংক্ষেপ.

“আলোকিত আগামী” একটি সমাজসেবামূলক শিক্ষা সহায়তা কর্মসূচি, যার মূল লক্ষ্য হলো শাহরাস্তি উপজেলার নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করা। প্রকল্পের প্রথম ধাপে ৫ জন শিক্ষার্থীকে বইপত্র ও শিক্ষাব্যয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।.

 লক্ষ্য ও উদ্দেশ্য.

দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন টিকিয়ে রাখা।.

বইপত্র, ফি ও অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান করে পড়াশোনার পরিবেশ তৈরি করা।.

শিক্ষার মাধ্যমে গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।.

ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে সহায়তার মাধ্যমে কর্মসূচি সম্প্রসারণ।.

সহায়তার ধরন.

বই, খাতা, কলম, ব্যাগ, এবং অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান।.

স্কুল/কলেজের ফি বা পরীক্ষার ফি পরিশোধে আর্থিক সহায়তা।.

প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে ভর্তি সহায়তা।.

বাস্তবায়ন পরিকল্পনা.

ধাপ কার্যক্রম সময়সীমা.

১ শিক্ষার্থী নির্বাচন (শিক্ষক ও স্থানীয় সুপারিশ অনুযায়ী) ১ম মাস.

২ সহায়তার তালিকা প্রস্তুত ও বাজেট নির্ধারণ ১ম মাস.

৩ তহবিল সংগ্রহ (নিজস্ব, বন্ধু, স্থানীয় সংগঠন, অনুদান) চলমান.

৪ শিক্ষাসামগ্রী ক্রয় ও বিতরণ অনুষ্ঠান ২য় মাস.

৫ ফলো-আপ ও মনিটরিং (শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ) প্রতি ৩ মাসে প্রাথমিক বাজেট (৫ জন শিক্ষার্থী ভিত্তিক).

খরচের ধরন প্রতি শিক্ষার্থী (টাকা) মোট খরচ (টাকা).

বই ও খাতা ৮০০ ৪,০০০.

কলম, ব্যাগ ও অন্যান্য সামগ্রী ৭০০ ৩,৫০০.

স্কুল/কলেজ ফি ১,০০০ ৫,০০০.

অন্যান্য ব্যয় (পরিবহন, ব্যবস্থাপনা ইত্যাদি) - ১,৫০০.

মোট আনুমানিক খরচ ১৪,০০০.

তহবিলের উৎস.

নিজস্ব অনুদান (মোঃ জুয়েল).

বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী দান.

স্থানীয় সমাজসেবামূলক সংগঠনের অংশগ্রহণ.

অনলাইন ফান্ডরেইজিং উদ্যোগ.

 প্রত্যাশিত ফলাফল.

৫ জন শিক্ষার্থী নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।.

সমাজে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।.

স্থানীয় তরুণদের মধ্যে সমাজসেবামূলক কাজে অনুপ্রেরণা সৃষ্টি হবে।.

ভবিষ্যতে এই কর্মসূচি বিস্তৃত হয়ে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে।.

 প্রকল্পের সময়কাল.

প্রথম ধাপ: ৬ মাস (পরীক্ষামূলক ও ভিত্তি পর্যায়).

 ভবিষ্যৎ পরিকল্পনা.

২য় ধাপে আরও ২০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা।.

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দাতাদের সংযুক্ত করা।.

প্রতি বছর “আলোকিত আগামী শিক্ষা পুরস্কার” চালু করা।.

 .

উদ্যোক্তা .

মোঃ জুয়েল.

শাহরাস্তি উপজেলা, চাঁদপুর.

পরামর্শ ও সহযোগিতায়:.

আলী আজম তন্ময়.

যুগ্ম-সাধারণ সম্পাদক.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল. .

ডে-নাইট-নিউজ / মোঃ শান্ত কবির

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ