• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্যার না বলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন ইউএনও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম;
স্যার না বলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন ইউএনও
স্যার না বলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন ইউএনও

স্যার’ না বলায় এক সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম ফয়সালের বিরুদ্ধে এমন অভিযোগ করেন সাংবাদিক  মুজাহিদ মসি। তিনি কালবেলার মাধবপুর প্রতিনিধি। এ ঘটনায় উপজেলার সাংবাদিক ও সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। ঘটনা তদন্তে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।.

কালবেলার প্রতিনিধি মুজাহিদ মসি স্থানীয় দাখিল পরীক্ষা কেন্দ্রের তথ্য প্রাপ্তির আবেদনের জবাব আনতে যান ইউএনও একেএম ফয়সালের কাছে। এ সময় তিনি ‘ভাই’বলে সম্বোধন করলে উত্তেজিত হয়ে পড়েন ইউএনও। তিনি বলেন, ‘প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপজেলা লেভেলের সাংবাদিকরা কোনোভাবেই ভাই বলে সম্বোধন করতে পারেন না। আমরা তাদের আত্মীয়স্বজন নই। এ সময় তার কক্ষে থাকা এসিল্যান্ড রাহাত বিন কুতুবও ইউএনওর পক্ষ নিয়ে ওই সাংবাদিককে কটু কথা বলেন।.

সাংবাদিক মুজাহিদ মসি বলেন, ইউএনও নিজেই আমাকে চিঠি দিয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে তথ্য নিয়ে যেতে বলেছেন। এখন তিনি তথ্য দিতে গড়িমসি করছেন। উল্টো তাকে স্যার না ডাকায় আমাকে অপমান করেছেন।.

প্রসঙ্গত, জকিগঞ্জের ইউএনও থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা অফিসার্স ক্লাবের সরঞ্জাম নিজ বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ রয়েছে একেএম ফয়সালের বিরুদ্ধে। তখনো এ নিয়ে তথ্য চাওয়ায় সাংবাদিকরা দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ