• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম;
সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে  দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত), জনাব আ.স.ম আতিকুর রহমান, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়াদের নেতৃত্বে  এসআই (নিরস্ত্র)/ মোঃ আবু তাহের, এসআই(নিঃ) মোঃ জয়নাল আবেদীন-২, এএসআই(নিঃ) রুবেল আখন, এএসআই(নিঃ) শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৫ এপ্রিল, ২০২৪,রাত ২২.৪৫ ঘটিকার সময় সরাইল থানাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী সাকিনস্থ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের দুল্লাই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করিয়া অবস্থান করাকালে ১. মোঃ ইব্রাহিম মিয়া(৩০), পিতা-মৃত সহিদ মিয়া, মাতা-রাবেয়া বেগম,  গ্রাম- সৈয়দটুলা (জাহাঙ্গীরপাড়া) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২. মোঃ হেলাল(২৩), পিতা-মৃত জমির আলী, মাতা- নেহেরা বেগম,  গ্রাম- ইসলামাবাদ (গোগদ) (উত্তর হাটি) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,  ৩. মোখলেছ মিয়া(২২), পিতা-মৃত ফুল মিয়া, মাতা-রুবিয়া বেগম , গ্রাম- ধরন্তী (মুলবর্গ) , উপজেলা/থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৪. অপু মিয়া(২২), পিতা-ইসমাইল মিয়া, মাতা-শাহানা বেগম  গ্রাম- ধরন্তী (মুলবর্গ) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,  ৫. মোঃ বিল্লাল মিয়া(৩৫), পিতা-মৃত আঃ হামিদ @ হামিদ কসাই, মাতা-রাবেয়া বেগম , গ্রাম- ধরন্তী (মুলবর্গ) , থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়া, ৬.মোঃ শামীম মিয়া(১৯), পিতা-মোঃ আক্তার মিয়া, মাতা-মোছাঃ আসমা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- মালিহাতা, উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৭.ইমন মিয়া(২১), পিতা-আনোয়ার মিয়া, মাতা-ফিরোজা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- মালিহাতা, উপজেলা/থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের  দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার  বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / এসএম জজ মিয়া

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ