• ঢাকা
  • শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শিশির বিন্দু ঝরি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৮ পিএম;
শিশির বিন্দু ঝরি
শিশির বিন্দু ঝরি

শিশির বিন্দু ঝরি.

মিজানুর রহমান মিজান.

 .

দুই নয়নে বহে বারি.

শুধুই তোমার আশা করি.

দিন কাটে না রাত কাটে না.

করি আহাজারী।।.

চক্ষু মেলে অথই জল.

কখন জানি নৌকা অতল.

তবু থাকে স্বপ্ন সচল.

ভাসে অবারিত কল্পনা ধরি।।.

পিছু ফিরে চায় না পাখি.

অগ্রযাত্রা সাধন আঁকড়ে দেখি.

পথ চলায় তার মন সুখি.

অবিরাম তার ডানা ভারি।।.

অনেক স্বপ্ন বুকে পুষি.

স্বপ্ন-বাস্তবতার একে অন্যে দোষী.

পাগল করে হয়নি খুশি.

সুখ আনন্দে মজায় মন সুন্দরী।।.

রোদ্র-ছায়া প্রলম্বিত মাখামাখি.

হার-জিতে নিমগ্নতা লেখালেখি.

একই মুদ্রার এপিট-ওপিট অদেখাদেখি.

সূর্যালোকে শিশির বিন্দু ঝরি।।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ