
শিশির বিন্দু ঝরি.
মিজানুর রহমান মিজান.
.
দুই নয়নে বহে বারি.
শুধুই তোমার আশা করি.
দিন কাটে না রাত কাটে না.
করি আহাজারী।।.
চক্ষু মেলে অথই জল.
কখন জানি নৌকা অতল.
তবু থাকে স্বপ্ন সচল.
ভাসে অবারিত কল্পনা ধরি।।.
পিছু ফিরে চায় না পাখি.
অগ্রযাত্রা সাধন আঁকড়ে দেখি.
পথ চলায় তার মন সুখি.
অবিরাম তার ডানা ভারি।।.
অনেক স্বপ্ন বুকে পুষি.
স্বপ্ন-বাস্তবতার একে অন্যে দোষী.
পাগল করে হয়নি খুশি.
সুখ আনন্দে মজায় মন সুন্দরী।।.
রোদ্র-ছায়া প্রলম্বিত মাখামাখি.
হার-জিতে নিমগ্নতা লেখালেখি.
একই মুদ্রার এপিট-ওপিট অদেখাদেখি.
সূর্যালোকে শিশির বিন্দু ঝরি।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: