.
রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার চর ফলকন ইউনিয়নের মারকাজ মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার চর লরেন্স ইউনিয়নের ভক্তপাড়া এলাকার মো. হানিফের ছেলে। সে হাজিরহাট উপকূল সরকারি কলেজের ছাত্র ছিল।.
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পারভেজ নিজের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাতাব্বর হাটের দিকে যাচ্ছিল। পথে মারকাজ মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পারভেজ রাস্তা থেকে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে আঘাতপ্রাপ্ত হয়।.
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।.
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের শোকাবহ অবস্থা বিবেচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।".
নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং এ ধরনের অকাল মৃত্যু রোধে আমাদের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ও কিশোরদের হাতে দ্রুতগতির মোটরসাইকেল তুলে দেওয়ার ভয়াবহ ঝুঁকি সম্পর্কে সামাজিক ও পারিবারিক সচেতনতা এখন সময়ের দাবি। আপনার একটু সচেতনতা বাঁচাতে পারে একটি তাজা প্রাণ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: