• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার দশ লাখ টাকার গাছ কেটে নিলো ইউপি সদস্য শাহ আলম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম;
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার দশ লাখ টাকার গাছ কেটে নিলো ইউপি সদস্য শাহ আলম
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার দশ লাখ টাকার গাছ কেটে নিলো ইউপি সদস্য শাহ আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার প্রায় দশ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য শাহ আলম এর বিরুদ্ধে। এবিষয়ে ভোক্তভোগী  মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইঁয়া বাদী লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর মনসা গ্রামের সফিউল্যাহর ছেলে ও ৬নং ওর্য়াড়ের ইউপি সদস্য।.


অভিযোগ সূত্রে জানাযায়, মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইঁয়া তার পিতার ওয়ারিশ সূত্রে ১৫/০৩/১৯৭৪ ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৭২৭১ নাম্বার সাফ কবলা দলিলে লক্ষীপুর থানার অন্তর্ভুক্ত ২৩৮/২১১ নং পশ্চিম চরমনশা মৌজার দিয়ারাজরিপী ৩৭৫ নং খতিয়ান ভুক্ত দাগে মোট ৭.২৫ একর জমি খতিয়ান এর মালিক ছায়েদুল হক থেকে খরিদ করে ভোগদখল করা অবস্থায় মারা গেলে আমরা ওয়ারিশ গন ভোগদখল করিতে থাকি। এমতাবস্থায় আর এস জরিপে ভুলবশত কতেক লোকজনের নামে রেকর্ড লিপিবদ্ধ হয়। তাই আমরা আলী আক্কাস ভুইঁয়ার ওয়ারিশান খতিয়ানের ভুল রেকর্ড সংশোধনের প্রার্থনায় লক্ষীপুর  ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালে ১৬/০৩/২০২৩ ইং এল এস টি ৩৩৭/২০২৩ ইং মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমার ২৯ নাম্বার বিবাদী, ইসমাইল মিয়ার জামে মসজিদ কমিটির পক্ষে সেক্রেটারী মো: শাহ আলম, পিতা সফিউল্লাহ সাং পশ্চিম  চরমনশা পোস্ট- ভবানী গঞ্জ, থানা- জেলা : লক্ষীপুর মোকদ্দমা চলাকালীন সময়ে আমাদের ৯৬ শতাংশ জমি দাগ নং দিয়ারা ২০৬২,২০৬৩ থেকে ২৭/০১/২০২৪ইং শনিবার অন্যায় ভাবে ৪০/৫০ টি করই, মেহগনি ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। যাহার মূল্য প্রায় ১০ লাখ টাকা। তাকে গাছ কাটার কথা জিজ্ঞেস করিলে বিভিন্ন কথা বলে বিষয় টা সমাধান করার ওয়াদা করে। কিন্তু পরর্বতীতে সে কোন ধরনের সমাধানে রাজি হয় না। এল এস টি  মামলার বিবাদী সকলকে নিয়ে মামলা  কিভাবে শেষ হয় তাহা দেখে নিবে এবং জমির আয় দিয়ে  জমি দখলে রাখার সব ব্যবস্থা করার হুমকি প্রদান করে। .


অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম বলেন, ১০/১৫টি গাছ কাঠছি সত্য। আবু তাহের ভূইঁয়া থানা অভিযোগ করেছে। গতকাল পুলিশ এসে তদন্ত করেছে। এই জমিটি তার বাবা আমাদের মসজিদকে দান করেছে। এখন তারা না দিলে আমাদের কোন দাবী নেই। প্রয়োজনে গাছের ক্ষতিপূরন দিয়ে দিবো।
 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ