• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মনের লোকান্তরে লুকিয়ে থাকা কিছু ভালোবাসা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:২১ এএম;
মনের লোকান্তরে লুকিয়ে থাকা কিছু ভালোবাসা
মনের লোকান্তরে লুকিয়ে থাকা কিছু ভালোবাসা

আমার কিছু কথা ও কিছু ব্যাথা,,মনের লোকান্তরে লুকিয়ে থাকা কিছু ভালোবাসা। .

লেখক : মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী।.

নাছির উদ্দিন নোবেল আমার নিজের ভাইয়ের মত ছিলো। সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ। বুক টা হু হু করে কেঁদে উঠছে। ভারাক্রান্ত মনে কাল থেকে মানসিক ভারসাম্যহীনের মত হয়ে আছি। এহেন দুঃখের সময়ে কিছু অমানুষ নির্লজ্জ মিথ্যাচার ও আজগুবি অপপ্রচার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। সকলের অবগতির জন্য কিছু কথা শেয়ার করছি। গত ইউপি নির্বাচনে নাছির উদ্দিন নোবেল নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস মার্কায় নির্বাচন করে পেয়েছিল ৩৬০ ভোট। আমি নৌকা প্রতীক নিয়ে চার হাজার ( ৪০০০) ভোট পেয়ে ২য় হয়েছিলাম এবং ধানের শীষ মার্কা নিয়ে দুলাল আমার থেকে অল্প ভোট বেশি পেয়ে বিজয়ী হয়– তাই আমিও দুলালের মধ্যে প্রতিদন্ধীতা হয়েছিল মূলত।সেই সুত্রে আমার সাথে রাজনৈতিক বিরোধ থাকার কথা বর্তমান চেয়ারম্যানের সাথে। নোবেলের সাথে বিরোধ ত দুরের কথা, কোনদিন বাকবিতণ্ডা , ভূল বোঝাবুঝিও হয়নি। সে প্রায় সময় চট্টগ্রাম থাকতো । মাঝে মধ্যে চকরিয়া আসলে দেখা হলে কত সুন্দর করে বলত, খলিল কেমন আছ? জোর করে চা খেতে বলত। সর্বশেষ তার সাথে দেখা হয়েছিল ১৮ মাস আগে। গতকাল জমি সংক্রান্ত বিষয়ে তাঁরা দুই পক্ষে গুলাগুলি হয় ।এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নোবেল এবং সাথে অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন– বলে জানান এলাকাবাসী। উক্ত বিরোধীয় জমিতে ইতি পূর্বে অনেক বার হাতাহাতি সহ উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি হয়েছিল। এই জমিতে দীর্ঘ ১৫ বছর ধরে বিরোধ চলমান। গত ১৬ আগস্ট নিহত নোবেল চকরিয়া থানাপুলিশের কাছেও যান তার জমি দখলে থানার সহযোগীার জন্য, কোথাও তো আমাকে নিহত নোবেল আমাকে অভিযুক্ত করেনি। কোনদিন তো তার ফেইজবুকে আমাকে নিয়ে খরাপ একট স্ট্যাটাস দেয়নি।এখন স্যোসাল মিড়িয়ার যোগ কোন তথ্যপ্রমাণ ছাড়াই অপপ্রচার করতে পারে। তারই ধারাবাহিকতায় উক্ত ঘটনাকে পুঁজি করে তিল কে তাল বানিয়ে গতকাল কক্সবাজার থেকে ইয়াবা আসক্ত এবং বিকারগ্রস্ত একনেতা ও চকরিয়ায় আমার সাথে যাদের রাজনৈতিক বিরোধ আছে তারা সবাই সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করে নিহত নোবেলের ঘটনার দায় আমার ঘাড়ে দিতে চায়। তার মৃত্যুর কয়েক ঘন্টাপর একজন মুরব্বী কে শিখিয়ে দিয়ে আমার নাম কালিমালিপ্ত করার চেস্টা চালায়। আবার রাতে খবর পাই– নিহত নোবেলের স্ত্রীর সাথে কুচক্রী মহল দেখা করে আশ্বস্ত করে বলেন যে- মামলারুজু এবং ভবিষ্যৎকাল সমস্ত সমস্যার দায়ভার তারা নিবে এবং টাকা পয়সাসহ সমস্ত কিছু তারা দেখবে— জাস্ট খলিলের নির্দেশে উক্ত ঘঠনা ঘটিয়েছে বলে নিহতের স্ত্রীর একটি ভিডিও ধারণ করে প্রচার করেলে!! আমি কুচক্রী মহল কে বলতে চাই! আমার বিরুদ্ধে দেশের কোন থানায় বা দপ্তরে কোথাও অভিযোগ নাই, নিজের টাকা খরছ করে রাজনীতি করি,তোমাদের মত দখল বেদখলের টাকা আমার পকেটে আসেনা। আমার সৎসাহস আছে।আপনাদের অপপ্রচারে বিন্দু মাত্র বিচলিত নই।রাজনীতে দিতে এসেছি - নিতে আসিনি, আমার ১ম পরিচয় ব্যবসায়ী পরে রাজনীতি। আপনাদের ১ম পরিচয় রাজনীতি এবং রাজনীতি কে পুঁজি করে ব্যবসা। আমার জন্য আপনারা ভবিষ্যৎকাল সুবিধাভোগ করতে পারবেন না বলে পথের কাটা পরিষ্কার করার ষড়যন্ত্র করে চলছেন। আমার উপর আল্লাহ সহায় এবং জনগোষ্ঠীর দোয়া আছে। ইতিহাস সাক্ষী ষড়যন্ত্র করে কেউই সফল হয়নি।আপনাদের ব্যর্থ ষড়যন্ত্র আমার আগামীর শক্তি।ভবিষ্যতে আরও অনেক ষড়যন্ত্র হবে ,ভেঙ্গে যাবনা । মিথ্যা মামলা- হামলা করে আমাকে রুখা যাবেনা। আমারা ৪ ভাইয়ে মধ্যে আমার মা - আমাকে আল্লাহর রাস্তায় মানব সেবা জন্য উৎসর্গ করে ফেলেছে। প্রতিদিন মৃত্যু কে আলিঙ্গন করে চলি। আল্লাহর কসম! এইসব মিথ্যা ষড়যন্ত্রের ভয়ে আমি মোটেও বিচলিত নই। শুধু আপসোস হয় আপনাদের মত নষ্ট কীটদের জন্য, যারা মৃত ব্যক্তি কে নিয়ে রাজনীতি শুরু করলেন। দয়া করে মৃত ব্যক্তি কে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন! পরের জন্য যা করবেন ।ধৈর্য ধরুণ আপনাদের জন্য ও কঠিন পরিস্থিতির অপেক্ষা করতেছে। আল্লাহ কে ভয় করুন! সকলেই নিহত আমার ভাই নোবেলের জন্য দোয়া করবেন। আল্লাহ নোবেলকে জান্নাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করুন।. .

ডে-নাইট-নিউজ / মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক মহেশখালী প্রতিনিধি

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ