• ঢাকা
  • শনিবার, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভয়ংকর এই প্রতারক থেকে সাবধান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৬ পিএম;
ভয়ংকর এই প্রতারক থেকে সাবধান
ভয়ংকর এই প্রতারক থেকে সাবধান

নাম আশরাফুল আলম বাবলু, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া গ্রামের মোঃ রবিউল আলম মোল্লার ছেলে আশরাফুল আলম বাবলু। পৃথিবীতে একেকজন মানুষ একেকরকম প্রতারণা করে থাকে, তেমনি আশরাফুল আলমের প্রতারণা একটু ভিন্ন ধরনের। আশরাফুল আলম বাবলু বলে বেড়াচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকে তার প্রায় ১০ হাজার কোটি টাকা আটকে আছে এবং সে টাকা থেকে ২৫০০/- হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তাকে ছাড়পত্র দিয়ে গুলশান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে পাঠিয়েছে।.

 .

এমন একটা চিঠি গত দেড় বছর ধরে একজনের কাছে থেকে অন্য জনের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আর এই চিঠি দেখে কিছু মানুষ ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে এনে দিবে মর্মে বাবুলের সাথে দেখা করে চলছে, প্রতারক বাবলু সে সুযোগ কাজে লাগিয়ে মানুষের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে। অপর দিকে আশরাফুল আলম বাবলু টাকা কামানোর সুযোগ বুঝে কাউকে ৫০%/৬০%/৭০%/৮০% দিয়ে দিবে মর্মে মৌখিকভাবে চুক্তি করে এবং সে বলে যে আপনি একাই ৭০%-৮০% নিয়ে নিবেন তাই আমাকে আগে কিছু খরচপাতি দেন, কাজ হওয়ার পর সে টাকা কেটে নিয়ে নিয়েন। এভাবে বাবলু ২/৩/৫/১০ লাখ এমনকি দেড় কোটি টাকা পর্যন্ত আগে নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায় ।.

 .

এভাবে প্রতারণা করে টাকা কামিয়ে এই প্রতারক আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ঢাকা সুবাস্তু এলাকায় এক বাসিন্দা মোঃ স্বপন মিয়া জানান আইএফআইসি ব্যাংকে একটি ১০০ কোটি টাকার প্রে-অর্ডার আমার কাছে আসছিলো পরে যাচাই-বাছাই করে এটা ভুয়া প্রমাণ পায় এবং এই কাজ করতে আমার কাছে থেকে বাবুল কয়েক হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। বাড্ডা এলাকার আরেক বাসিন্দা শওকত বাবু নামের এই ব্যাক্তি বলেন তার চিঠি নিয়ে আমি বেশ কিছু দিন এখানে ওখানে গিয়েছি এবং টাকা পয়সা খরচ করার পর সব কিছু ভুয়া পায়, আশরাফুল আমার কাছে থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়, পরে ফোন দিলে কল রিসিভ করে না।.

 .

পাবনা এলাকার একা বাসিন্দা হাজি জলিল বয়স ৬৫, ওনি বলেন একই কায়দায় বাবলু আমার কাছে থেকে একলাখ বিশ হাজার টাকা লোভ দেখিয়ে নিয়ে নেয়। পাবনা এলাকার স্বপন নামের একব্যাক্তি অভিযোগ করে বলেন, প্রথমে বাবলু আমার মোবাইলে একটা চিঠি পাঠায় এবং সে চিঠিতে দুটো ব্যাংক একাউন্ট এর নম্বর দেখতে পায় এবং বাবলুর কাছে এই বিষয়ে জানতে চাইলে সে বলে আমি আবার পাঠাচ্ছি আসল চিঠি, এবার সে একটা ভুয়া একাউন্ট এডিট করে চিঠি পাঠালে, যাচাই-বাছাই করে এটা ভুয়া পাওয়া যায়, একই ভাবে বাবলু আরেকবার চিঠি পাঠালে সেখানে স্পষ্ট এডিট করার প্রমাণ পাওয়া যায়। তখন বাবলু আমার মোবাইলে একটা ম্যাসেজ পাঠাই এবং সেখানে ২৫০০/- কোটি টাকা লেখা দেখায় গুলশান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু সে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার এখান থেকে রিমুভ না করে এভাবেই রেখে দেই শুধু টাকা আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখা ও নাম খানা এডিট করে দে। সবকিছু ধরা খাওয়ার পর আশরাফুল আলম বাবলু আর আমার ফোন রিসিভ করে না। আশরাফুল আলম বাবলুর প্রতারণা করার আরো কয়েক ডজন প্রমাণসহ প্রতারণা আমাদের কাছে আছে।.

 .

উক্ত ভুয়া চিঠি নিয়ে বাংলাদেশ ব্যাংকে গেলে সেখানে এক সিনিয়র কর্মকর্তা যাচাই-বাছাই করে জানান যে, চিঠিতে লেখা সারক নম্বর ভুয়া এবং আশরাফুল আলম বাবলুকে বাংলাদেশ ব্যাংক এমন কোন চিঠি দেন নাই। তিনি আরও বলেন এমন চিঠি দেখে কেউ প্রতারণার শিকার না হয়ে, প্রতারক বাবলুকে আইনের হাতে তুলে দিতে বলেন।.

 .

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আরও জানতে পারি যে গত ৫ আগষ্ট শেখহাসিনা সরকার পতনের পর আশরাফুল আলম বাবলু যৌথ বাহিনীর কাছে আটক হয়েছিল। আপনারা সবাই এই ভয়ংকর প্রতারক থেকে সাবধান থাকবেন এবং তাকে যেখানেই পাবেন প্রতিহত করবেন অথবা আইনশৃঙ্খলা বাহিরের হাতে তুলে দিবেন।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ