• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভুয়া অঙ্গীকারনামা পুঁজি করে ভিটি বাড়ী দখল করে নেয় একটি ভূমিখেকো চক্র


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম;
ভুয়া অঙ্গীকারনামা পুঁজি করে ভিটি বাড়ী দখল করে নেয় একটি ভূমিখেকো চক্র
ভুয়া অঙ্গীকারনামা পুঁজি করে ভিটি বাড়ী দখল করে নেয় একটি ভূমিখেকো চক্র

তিতাস বিদৌত পূর্বাঞ্চল-বিজয়নগর থানা, এরিয়ার সাং- ধীতপুর ইউপি ইছাপুরা, বিজয় নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৩০০ টাকার তিন ফর্দ নন জুডিশিয়াল স্ট্যাম্পে কম্পিউটার কম্পোজ করিয়া একটি অঙ্গীকার নামা লিখিয়া উক্ত অঙ্গীকার নামায় আলী আজম পিতা মৃত সভাচান, সাং-ধীতপুর, দুই আফিয়া বেগম স্বামী আলী আজম সাং –ধীতপুর ইউপি ইছা পুরা থানা -বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তথ্য অনুসন্ধানে জানা যায় ভুমি খেকো মোঃ ঝারু মিয়া পিতা মৃত নবীর হোসেন সাং ধীত পুর থানা বিজয় নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।.

খোঁজ নিয়ে জানা যায়, জারু মিয়া,মুফিজ, জিল্লু, ঈদন, সাবেক জনপ্রতিনিধি মুমিন, বর্তমান চলমান একজন জনপ্রতিনিধি সহ ভুমিখেকো জারু মিয়ার দলের সদস্য, জারু মিয়া এলাকার শক্তিশালী দাপটে বংশের লোক!  তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ! কাল্পনিক এই ভূয়া অঙ্গীকার নামায় পাঁচ লক্ষ টাকা ধার দিয়েছে বলিয়া নিজেরাই ঐ স্ট্যাম্পে টিপ সই দেয়, এখানে উল্লেখিত বিষয় ঐ জালিয়াত চক্রের সদস্যরা দাবি করছে ঐ টিপ সই আলী আজমের স্ত্রী আফিয়া বেগমের, এ-দিকে আফিয়া বেগম ও তার স্বামী আলী আজম বলেন আমরা কোন দিন কারো কাছ থেকে টাকা হাওলাদ-ধার আনিনা, এবং এই টিপ সই আপনারা পুলিশ দিয়ে চেক করে দেখুন, এই প্রতিবেদক আফিয়া বেগমের আঙ্গুলের চাপ মিলিয়ে দেখেন এটা সম্পূর্ণ ভূয়া ও ভিত্তিহীন, তথ্য অনুসন্ধানে জানা যায়, জারু গং এলাকার দাপটে প্রভাবশালী বংশের লোক হওয়ায় নিজেদের পেশীশক্তি ব্যবহার করে, গরিব, অসহায়, লেখা-পড়া না জানা আলী আজম এবং তার পরিবারের উপর জোরজবরদস্তি করে অত্যাচার জুলুমসহ মারধর করে আসছে, এ- দিকে ভুমিখেকো জারু গং নিজেদের পেশীশক্তির মহরা দিয়ে নিরীহ লোকবলে কম হওয়ার কারণে আলী আজমের বসত ভিটায় জোরপূর্বক একটি ঘর নির্মান করে নেয়, উক্ত ঘটনায় বাঁধা দেওয়ায় আলী আজমকে তারা দিন-দুপুরে হুংকার দিয়ে বলে উঠে আলী আজম! আজ রাত্রেই তোকে নিদারাবাদ শশাঙ্ক দেবনাথের পরিবারের মত বস্তায় ভরে লাশ গুম করে ফেলবো!  দেখি তোর ব্যাপারে কে মামলা করে,তোর বংশ নির্বংশ করে ফেলবো এই কথা শুনে আলী আজম এবং তার স্ত্রী আজ দীর্ঘ দিন যাবৎ এদের ভয়ের বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে! খুজ নিয়ে জানা যায় প্রতারক টাউট জারু খুবই সুচতুর বুদ্ধি করে মোকামঃ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া ঘটনা অঙ্গীকারের তারিখ ও সময় ১০/১০/২২ উল্লেখ করে একটি মামলা করে নিজে বাদী হয়ে, এতে আসামী করা হয়েছে মোঃ আলী আজম এবং তার স্ত্রী আফিয়া বেগমের নামে, মুকাদ্দমা ৪০৬।৪২০।১০৯।  পেনালকোড।.

প্রতারক এই ভূমিদস্যুর  এই মিথ্যা বানোয়াট মামলার আসামি মোঃ আলী আজম এবং তার স্ত্রী আফিয়া বেগম আদালত থেকে জামিন পায়! এ-দিকে আলী আজমের মাথা গুজার ঠাঁই  একখন্ড ভিটি বাড়ী উদ্ধার করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনের আশ্রয় নিতে পি-১০৮৫/২২ মোকামঃ ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা মোজিস্ট্রেট আদালত একটি মামলা করে!  মামলায় আসামী করা হয়েছে চারজন কে সর্ব সাং-ছোট ধীতপুর থানা বিজয় নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া!  সাক্ষী করা হয়েছে তিনজনকে। মুকাদ্দমা ফৌঃকাঃবিঃ আইনের ১৪৪ ধারা মামলা দায়ের করেন! এ-বিষয়ে ধীতপুর এলাকার সচেতন, শিক্ষিত বিবেকবান মানুষেরা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ওরা বলেন, সাংবাদিক সাহেব! আপনি আমাদের বিজয় নগর থানার চৌকষ অফিসার ইনচার্জ রাজু আহমাদ সাহেবকে বিষয়টি অবহিত করুন! স্থানীয় শিক্ষিত মানুষের পরামর্শ অনুযায়ী বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিত .

ঘটনা  খুলে প্রকাশ করার পর তিনি বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন, এবং সাথে সাথে বলে উঠেন, কার এত বড় বুকের পাঠা আমার থানা এলাকায় সাধারণ গরিব মানুষের ভিটি বাড়ী দখল করে। এ-বিষয়ে ভুক্তভোগী আলী আজমের গর্ব ধারণী মা বয়সে বৃদ্ধা মোসাঃ রাজু বেগম (৭০) বছরের এই মা কেঁদে কেঁদে বলেন, "আমার ছেলে এবং আমার পুতের বউকে।.

জারু মিয়া গংদের ভয়ে অনেক দিন যাবৎ বাড়ীতে আসতে পারেনা!  কেন আসতে পারেনা প্রশ্ন করা হলে,  বুড়ি মা কেঁদে কেঁদে বলেন আমার ছেলে এবং আমার বউমাকে  তারা ওরা মেরে ফেলবে, জারু মিয়া গংদের ভয়ে তারা পালিয়ে থাকে, তিনি আরো বলেন, মানবতার মা জননী প্রধানমন্ত্রী মা-শেখ হাসিনার পুলিশের কাছে আমি বিচার চাই,এই ধরণের ভূমিদস্যুদের কারণে বাংলাদেশের অনেক স্থানে সাধারণ মানুষ হয়রানীর শিকার হচ্ছে, তা ছাড়া পুলিশ বাহিনী ও তাদের কারণে নিরলশ পরিশ্রম করে হয়রানির শিকার হচ্ছে! এদেরকে কঠোরভাবে দমন করার দরকার, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার অংশীদার হউন, প্রতারক, টাউট,বাটপারদের গ্রেফতার করা হউক!  আইনের সু-শাসন প্রতিষ্ঠা হউক, স্বাধীনতার সু-ফল বয়ে আনুক প্রতিদিন!.

.

ডে-নাইট-নিউজ / এস.এম.জজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া।

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ