 
             
			
           
 প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মীলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উদযাপন কল্পে ফুলবাড়ী সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। .
    গত মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির চত্বরে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কল্পে ফুলবাড়ী সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন কল্পে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত। .
    এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ধীরেন সরকার, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, জয়রাম প্রসাদ, ধীমান চন্দ্র সাহা, নিরঞ্জন সরকার, দেবাশিষ সরকার, দীপলাল প্রসাদ, অরুন সাহা, কমল সরকার, সঞ্জয় প্রসাদ গুপ্ত, সজল প্রসাদ কানু, কমলেশ রায়, মানিক রায়, সম্ভু গুপ্ত, উজ্জল গুপ্ত, রতন চক্রবর্তী, হিরেন্দ্র নাথ বর্মন, সৌরভ পালিত, প্লাবন শুভ, রাজেশ গুপ্ত, আনন্দ সাহা প্রমুখ। .
    সভায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কল্পে ৯ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  
    আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক জয়প্রকাশ গুপ্ত, সদস্য সচিব সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, কার্যকরী সদস্য জয়রাম প্রসাদ, প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, উজ্জ্বল গুপ্ত, নিরঞ্জন সরকার, রতন চক্রবর্তী, প্লাবন শুভ ও পলাশ মহন্ত।.
    সভায় আগামী ২৬ আগস্ট মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন কল্পে পূজা-অর্চনা, মঙ্গল শোভাযাত্রা, প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়। এ উপলক্ষে উপজেলার সকল সনাতনী ধর্মাবলম্বীদেরকে আয়োজিত অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়। .
এ সময় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বী সুধিজন উপস্থিত ছিলেন।
 .
.
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: