মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২৫ ইং পালন করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।এ উপলক্ষে অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।.
.
.
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলা পরিষদ সভা কক্ষে দিবস ঘিরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে সমাজে স্ব-স্ব ক্ষেত্রে অবধান রাখায় ভিন্ন বিভাগে ৪জন অদম্য নারীকে এ সময় সম্মাননা প্রদান করা হয়।.
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক উম্মে কুলসুম রুবি' র সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার এর সঞ্চালনায় আনুষ্ঠানিক ভাবে অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও উপহার প্রদান করেন ইউএনও । শিক্ষা ও চাকরী ক্ষেত্রে শিক্ষিকা বিলকিস বেগম, সমাজ উন্নয়নে অবধান রাখায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হিসেবে লুকসানা বেগম ও সফল জননী সিহেবে বাসন্তী রানী দাশ কে এই সম্মাননা প্রদান করা হয়।.
.
এসময় আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্রাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ও আইসিটি কর্মকর্তা মোঃ শোয়েব আখতার।.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সমাজ সেবক হোসাইন আহমদ শাহীন, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমা, বিশ্বনাথ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, বিশ্বনাথ ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার আছিয়া বেগম, নারী উদ্যোক্তা হাসিনা বেগম, মানবাধিকার কর্মী বিলকিস আক্তার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: