 
             
			
           
 মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকে: সিলেটের বিশ্বনাথে আসন্ন মাহে রমজানের তাৎপর্য, করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও রমজানের ক্যালেন্ডারের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৩রা মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন বাজারে সীরাতুন্নবী ( সাঃ) পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সভা।.
.
সংগঠনের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভায় আলোচনা পেশ করেন জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুর রহমান সাঈফী। সংগঠনের উপদেষ্টা শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুস সোবহান, হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা রুম্মান আহমদ।.
.
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহ সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসাইন,প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, আনওয়ার হোসাইন, হাসান আহমদ, মোহাম্মদ আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সাকিব মাহমুদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুস সোবহান। .
.
পরে রমজানের ক্যালেন্ডারের উন্মোচন করেন অতিথিবৃন্দসহ সকলে।. .
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: