
বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে ৮টি ফলের দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।.
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। .
যানজট নিরসনে বাসিয়া ব্রিজের মুখে অবৈধভাবে ব্যবসা করা দুটি দোকানকে একাধিকবার সরে যেতে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা কোন কর্ণপাত না করায় উচ্ছেদ করে দোকান মালিক আব্দুল আহাদকে ১০ হাজার ও আব্দুল আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্যদের মধ্যে ৬ হাজার টাকা নিজাম উদ্দিনকে, ৪ হাজার ইসলাম উদ্দিনকে, আতিক মিয়াকে ৬ হাজার, জাকির হোসেনকে ৫ হাজার, ফিরোজ মিয়াকে ৬ হাজার ও এমরান হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।.
.
বিশ্বনাথ থানা পুলিশের সহায়তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ও উপজেলা ভুমি কর্মকর্তা মো: লুৎফুর রহমান।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: