মো: সায়েস্তা মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ আনুষ্ঠানিক ভাবে পালন করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি। .
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বিশ্বনাথ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম মনোহর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমাজসেবক মধু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক উম্মে কুলসুম রুবি।.
.
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এমন প্রতিপাদ্যের আলোকে সভায় প্রধান অতিথি (ইউএনও) বলেন, দূর্নীতি কে না বলুন, আমরা দূর্নীতি করব না, কাউকে করতে দেবনা। যারা দুর্নীতির সাথে যুক্ত তারা দেশ জাতীর শত্রু।আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে এটাই হোক সবার অঙ্গীকার।.
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহীন মাহবুব।.
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, সদস্য- বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজমুল ইসলাম, হাজী মতছির আলী, সদস্য বিভাংশু গুণ বিভু, সৌমিত্র ধর, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সমাজসেবক আব্দুল মান্নান, মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা বিলকিস আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: