• ঢাকা
  • মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ কল্পতরু উৎসব পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৯ পিএম;
ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ কল্পতরু উৎসব পালিত
ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ কল্পতরু উৎসব পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে গত রবিবার (১ জানুয়ারী) বিকেলে রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শুভ কল্পতরু উৎসব পালন করা হয়েছে। উৎসবটি উপলক্ষে ফুলবাড়ী রামকৃষ্ণ সেবা আশ্রমে সকালে রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের পূজো, ভক্তিগীতি এবং পাঠন অনুষ্ঠিত হয়। 
দুপুরে আশ্রম চত্বরে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্র্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিভাতœানন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বামী কল্যাণনদানন্দ মহারাজ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বামী নামানন্দ মহারাজ, ডা. নিরঞ্জয় রায় প্রমুখ। শেষে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: 

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ