• ঢাকা
  • সোমবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে কদর বেড়েছে দিয়ার বাতির


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
ফুলবাড়ীতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে কদর বেড়েছে দিয়ার বাতির
ফুলবাড়ীতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে কদর বেড়েছে দিয়ার বাতির

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ সোমবার (২০ অক্টোবর) সারা দেশের মতো দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হচ্ছে উৎসবের আমেজে। রাতের অন্ধকার দূর করে আলোর ছটা ছড়াতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা, চলছে দিয়ার বাতি কেনার তোড়জোড়।.



কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় প্রতি বছরই অনুষ্ঠিত হয় শ্যামাপূজা। অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক এই পূজা। অন্ধকার দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন। সর্বত্র ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস। এই পূজাকে ঘিরে দিনাজপুরের বিভিন্ন কুমারপাড়ায় বসেছে মাটির তৈরি দিয়ার বাতির দোকান। শাস্ত্রমতে রাতে ভক্তরা তাদের বাসায় এসব দিয়ারবাতি প্রজ্বলন করেন। তাই দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।.


দিয়ারবাতী কিনতে আসা “ছোটবেলা থেকেই আমরা শ্যামাপূজায় দিয়ারবাতি জ্বালাই। এটা আমাদের ধর্মীয় ঐতিহ্য তাই প্রতিবছরই কিনতে আসি।”.



পৌরসভার কাটাবাড়ী কুমারপাড়া গ্রামের মাটির তৈরী আসবাপত্র বিক্রেতা, মালতি রানী বলেন, “আগে শুধু মাটির বাতিই বিক্রি হতো। এখন বিদেশি লাইট আসায় বিক্রি অনেক কমে গেছে। তাছাড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভও হয় না।” একই কথা বলেন সাগর পাল, বিজয় পালসহ অনেকে।.



অন্ধকারের পরাজয়ে আলোর জয়গান, শ্যামাপূজা আর দীপাবলির এই উৎসব ছড়িয়ে দিক আলো, শান্তি ও শুভ শক্তির বারতা এই প্রত্যাশা করেন ভক্ত অনুসারিগন।।.

.

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ